রণবীর কাপুর বর্তমানে দুটি বড় প্রোজেক্টে কাজ করছেন—নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। বহুদিন ধরেই জানা, ‘রামায়ণ’ দুই পর্বে নির্মিত হবে, যা যথাক্রমে ২০২৬ এবং ২০২৭-এর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। তবে সর্বশেষ রিপোর্ট বলছে, দর্শকদের সম্ভবত ‘রামায়ণ: পার্ট ২’–এর জন্য আরও অপেক্ষা করতে হতে পারে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, প্রথমে রণবীরের পরিকল্পনা ছিল ‘রামায়ণ’-এর দুই পর্বের শুটিং শেষ করেই বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ যোগ দেওয়া। কিন্তু ‘রামায়ণ’-এর শুটিং দীর্ঘায়িত হওয়ায় এখন নায়ক তাঁর সমস্ত নির্ধারিত তারিখ বনশালিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, রণবীর চেয়েছিলেন দুই পর্বের ‘রামায়ণ’ শেষ করে পরে ‘লাভ অ্যান্ড ওয়ার’ করতে। কিন্তু ছবিটি শেষ হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে তাঁর আর উপায় নেই—‘রামায়ণ পার্ট ২’-এর জন্য নির্ধারিত তারিখও এখন বনশালির ছবিকে দিতে হচ্ছে। এতে ২০২৬-এর শেষে পরিকল্পনা অনুযায়ী ‘পার্ট ২’ মুক্তি পাওয়া নাও সম্ভব হতে পারে।
নীতেশ তিওয়ারির এই বহু প্রতীক্ষিত ছবিতে রণবীর রামের ভূমিকায় আর সীতা হিসাবে দেখা যাবে সাই পল্লবীকে। রাবণের চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ তারকা যশ। হনুমান হিসাবে রয়েছেন সানি দেওল এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবে। মন্দোদরী ও শূর্পণখা চরিত্রে অভিনয় করছেন কাজল অগ্নিহোত্রী এবং রাকুল প্রীত সিং।
অরুণ গোবিল, কুণাল কাপুর, আদিনাথ কোঠারে, শিবা চাড্ডা ও ইন্দিরা কৃষ্ণনও এই বৃহৎ কাস্টের অংশ। খবর, প্রথম পর্বের সম্পাদনা ইতিমধ্যেই শেষ হয়েছে।
লক্ষণের চরিত্রে অভিনয় করা রবি জানান, রণবীর এই ছবির জন্য মদ্যপান এবং মাংস খাওয়া সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন। তিনি আরও বলেন, “রণবীরের এক অনন্য ব্যক্তিত্ব ও শক্তি রয়েছে। তিনি শান্ত, বিনয়ী এবং পুরোপুরি কাজের প্রতি নিবেদিত। তাঁর সঙ্গে কাজ করলে যে কেউ তা অনুভব করতে পারে।”
সঞ্জয় লীলা বনশালির এই ছবিতে রণবীরের পাশাপাশি অভিনয় করছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। চলতি বছরের শুরুতে এক অনুষ্ঠানে রণবীর বলেন, “‘লাভ অ্যান্ড ওয়ার’ এমন এক প্রোজেক্ট, যেটি প্রতিটি অভিনেতার স্বপ্ন। আলিয়া এবং ভিকির মতো অভিনেতাদের সঙ্গে এবং বনশালির মতো একজন মাস্টারের পরিচালনায় কাজ করা সত্যিই বিশেষ। ১৭ বছর পর তাঁর সঙ্গে আবার কাজ করছি। তিনি যতটা কঠোর পরিশ্রম করেন, চরিত্র, আবেগ, সঙ্গীত, ভারতীয় সংস্কৃতি—সবকিছু যেভাবে বোঝেন, তা অনন্য। তাঁর সেটে কাজ করা ক্লান্তিকর হলেও শিল্পী হিসাবে অভিজ্ঞতাটা অসাধারণ।”
রণবীরের শিডিউল পরিবর্তনের ফলে ‘রামায়ণ পার্ট ২’–এর মুক্তি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আরও জোরাল হল।
