আমেরিকাবাসী ভারতীয় শিল্পপতি রমা রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ে নিয়ে শোরগোল পরে গিয়েছে রাজস্থান থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত! উদয়পুরের রাজকীয় আকাশের নিচে যেন তৈরি হল বলিউডের এক স্বপ্নমঞ্চ। মন্টেনা পরিবারের বিলাসবহুল বিয়েতে রণবীর সিংহের উপস্থিতি, চারদিকে আলো ঝলকানি, আর অতিথিদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পর্যন্ত নাচে মাত; এই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ার দখল নিয়েছে। কিন্তু যতটা খুশির আলো ঝলমল করছে অনুষ্ঠানে, ঠিক ততটাই বিতর্ক তৈরি হয়েছে নেটমাধ্যমে। কারণ রণবীরের এই ভাইরাল নাচের মাঝেই হঠাৎ আলোচনায় ফিরেছে ২০১১ সালে দেওয়া রণবীর কাপুরের এক পুরনো সাক্ষাৎকার!

মন্টেনা-কন্যা নেত্রা মন্টেনা ও বামসি গাদিরাজুর রাজসিক বিয়েতে তারকার ভিড় লেগেছিল সকাল থেকেই। কিন্তু সবচেয়ে বড় স্টার অ্যাট্রাকশন নিঃসন্দেহে রণবীর সিং। মঞ্চে উঠেই তিনি যেন গোটা অনুষ্ঠানকে কনসার্টে পরিণত করলেন। “হোয়াট ঝুমকা?”-র গানের বিট বাজতেই রণবীরের সঙ্গে তাল মিলিয়ে নেচে উঠলেন ট্রাম্প জুনিয়র ও তাঁর গার্লফ্রেন্ড বেটিনা অ্যান্ডারসন। মুহূর্তেই ভিডিও ভাইরাল, দুনিয়া ভরে গেল রণবীরের এনার্জি-ঝড়ের প্রশংসায়।

কিন্তু এই উৎসবেই উল্টো সুর বেজে উঠল রণবীর কাপুরের পুরনো মন্তব্যে। ২০১১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি “কখনওই বিয়েতে টাকা নিয়ে নাচবেন না।” কেন? তাঁর ভাষায়, “আমার পরিবারের মূল্যবোধ! আমি যেই পরিবারের সদস্য, সেই পরিবারের সদস্য হিসেবে কখনওই মঞ্চে উঠে নাচব না যেখানে আমার সামনে একঘর লোক হাতে মদের গ্লাস হাতে দাঁড়িয়ে তা দেখবে এবং ইচ্ছেমতো, খেয়ালখুশির মন্তব্য করে যাবে! এটা আমার ও আমার পরিবারের পক্ষে অত্যন্ত মর্যাদাহানির বিষয়। আমি চাইবও না আমাদের পরিবারের অন্য কোনও শিল্পী এরকম অনুষ্ঠানে পারফর্ম করুক।”

রণবীর  স্পষ্টই জানিয়েছিলেন, টাকা তাঁর জীবনের চালিকাশক্তি নয়। “আমি কোটি কোটি টাকা কামাতে চাই না। আমি অভিনেতা। আমার প্ৰয়োজনটুকু আলাদা,” এমনটাই জানিয়েছিলেন নীতির ওপর দাঁড়িয়ে থাকা রণবীর কাপুর। তবে রণবীর কাপুরের বক্তব্য ছিল ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে, “আমি কাউকে দোষ দিচ্ছি না। যারা করে, তাদের নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমি নিজে বা আমার পরিবারের কোনও সদস্য এটা করুক, তা চাই না।”

রণবীরের এই ‘সম্ভ্রান্ত’ মন্তব্য তখনই বেশ আলোচনায় আসে। আর এখন, রণবীর সিংয়ের ভাইরাল নাচের মুহূর্তে সেই মন্তব্য ফের নেটিজেনদের সামনে উঠে এসেছে তুলনায়, তর্কে, ট্রোলিংয়ে। বলিউডভক্তদের একাংশ বলছেন, দু’জনের কাজের স্টাইল আলাদা, তুলনা অযৌক্তিক।অন্যদিকে, কেউ কেউ রণবীর কাপুরের মূল্যবোধকে কুর্নিশ করছেন। আবার অনেকে রণবীর সিংয়ের এনার্জিকেই বলিউডের ‘ট্রু এন্টারটেইনমেন্ট’ বলে দাবি করছেন।

শেষ পর্যন্ত, একটাই কথা স্পষ্ট। উদয়পুরের এই বিয়েতে নাচ–গানের ঝড়ে বলিউডের দুই রণবীরকে নিয়ে নতুন করে শুরু হয়েছে পুরনো বিতর্ক, যা এত তাড়াতাড়ি থামার নয়।