সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রজেক্ট ‘বৈজু বাওরা’। মাঝেমাঝেই তা নিয়ে আলোচনা শুরু হয় বলিপাড়ায়, তারপরে আবার থেমেও যায়। বেশ কিছুদিন আগে সোনা গিয়েছিল এই ছবিতে নাকি মুখ্য চরিত্র দেখা যেতে পারে রণবীর সিং-কে। এমনকী, থাকতে পারেন দীপিকা পাড়ুকোনও! খোদ বনশালি একাধিকবার নিজের মুখে স্বীকার করেছেন এই ছবি তাঁর স্বপ্নের প্রজেক্টের মধ্যে অন্যতম। এবার আবার আলোচনার কেন্দ্রে 'বৈজু বাওরা'।

 

 দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার জোর খবর, রণবীর সিং নয় বরং ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে! বনশালি এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ' লাভ অ্যান্ড ওয়ার' ছবির কাজ নিয়ে। খবর, সেই ছবির শুটিং মিটলে, তারপর এই মিউজিক্যাল ড্রামার জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়বেন তিনি। এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে।

 

আসলে, রণবীর কাপুরের সঙ্গে বনশালির সম্পর্ক আজকের নয়। ২০০৭ সালে ‘সাঁওয়ারিয়া’ ছবির মাধ্যমে রণবীরের বলিউডে অভিষেক হয়েছিল বনশালির পরিচালনাতেই। তবে সেই সম্পর্ক‌ নানান চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। এবার আবারও প্রায় দু'দশক পর এই জনপ্রিয় দুই পরিচালক-অভিনেতার পুনর্মিলনের ছবি ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ার মতো দর্শকের।

 

বনশালির কাছে ‘বৈজু বাওরা’ নিছক একটি সিনেমা নয়, বরং প্রায় দু'দশকের স্বপ্ন। কারণ ১৯৫২ সালে বিজয় ভাটের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত অরিজিনাল ক্লাসিক ‘বৈজু বাওরা’—যেখানে ভারত ভূষণ ও মীনা কুমারীর অভিনয়, আর নওশাদের সংগীত দর্শকের মনে আজও অমলিন। সেই ইতিহাসকেই আধুনিক পর্দায় বনশালি ফিরিয়ে আনতে চান তাঁর স্বকীয় জাঁকজমক, আভিজাত্য ও সঙ্গীতের মূর্ছনায়।

 

খবর, অভিনেতা হিসেবে রণবীর কাপুরের প্রস্তুতিও নাকি কম নয়। প্রতিদিন সকালে তিনি নাকি শুনছেন পঞ্চাশের দশকের সেইসব গান, বিশেষত ১৯৫২ সালের সেই কিংবদন্তি ছবির সুর। শুধু তাই নয়, নিজের কন্যা রাহা-কেও তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন এই কালজয়ী সংগীতের সঙ্গে—যেন আগামী প্রজন্মও ছুঁয়ে যেতে পারে সেই সোনালি সময়কে।

 

এখন শুধু দেখার পালা, রণবীর কাপুর আর সঞ্জয় লীলা বনশালি মিলে কতটা মহাকাব্যিক রূপ দেন 'বৈজু বাওরা'র এই কিংবদন্তি গল্পকে।