প্রভাসের বহু প্রতীক্ষিত কপ-অ্যাকশন ড্রামা ‘স্পিরিট’ অবশেষে শুরু হতে চলেছে। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবির লঞ্চের পরই এখন নতুন গুঞ্জন এই ছবিতে নাকি রণবীর কাপুরকে দেখা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও রোলে। আরও ফিসফাস, যে সে চরিত্র নয়। ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনীত নিজের চরিত্রের বেশেই নাকি প্রভাসের মুখোমুখি হবেন রণবীর! 

 

 

রণবীর কি সত্যিই অতিথি শিল্পী হিসেবে এই ছবিতে অভিনয় করছেন? খবর, প্রভাস-অভিনীত ‘স্পিরিট’-এ একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে’ উপস্থিত হবেন রণবীর। সূত্রের দাবি, ছবির গল্পে তাঁর ছোট্ট আবির্ভাবই নাকি বড় মোড় এনে দেবে। এ খবর সত্যি হলে, ব্যাপারটি  হবে ভারতীয় সিনেমার বিশাল মুহূর্ত, কারণ এই প্রথম পর্দা ভাগ করবেন প্রভাস ও রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’এ-র অভিনেতা এবং সাহো-র রেবেল স্টার -দু’জনকেই এক ফ্রেমে আনছেন ভঙ্গা! ফলে জোরদার জল্পনা শুরু, সন্দীপ রেড্ডি ভঙ্গা কি নিজের সিনেমাটিক ইউনিভার্স তৈরি করছেন?

অদ্ভুতভাবে, ‘অ্যানিম্যাল’ ছবির প্রচারের সময় রণবীর নিজেই ভাঙ্গাকে বলেছিলেন, তাঁদের চরিত্রগুলো যেন একই ইউনিভার্সে থাকে! তাই রণবীরের ক্যামিওর গুঞ্জন আরও বাড়ছে। যদিও এখনই কিছুই নিশ্চিত নয়, তবে দেখা যাক শেষমেশ কী হয়।

 

অন্যদিকে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানেই গনগনে বিতর্ক, সাহস আর বিস্ফোরক সব ব্যাপার। আর এবার তাঁর নতুন ছবি ‘স্পিরিট’-এর টিজারেও সেই ধারা অব্যাহত। দক্ষিণে অবশ্য ফিসফাস শুরু হয়ে গিয়েছে, ছবিতে নাকি সাহসী এক দৃশ্য থাকছে যেখানে প্রভাসকে দেখা যেতে পারে একদম নতুন আঙ্গিকে। তবে সেটি কতটা ‘বোল্ড’ হবে, আর কেমনভাবে পর্দায় ধরা পড়বে, তা নিয়ে এখনই মুখ খোলেননি পরিচালক বা অভিনেতা কেউই।


‘স্পিরিট’-এ প্রভাসকে দেখা যাবে এক রাগী, তীক্ষ্ণ, অ্যাকশন পাগল আইপিএস অফিসার হিসেবে। নায়িকার ভূমিকায় রয়েছেন তৃপ্তি দিমরি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে বিবেক ওবেরয় ও প্রকাশ রাজ। সম্প্রতি, ছবির শুটিং শুরু হয়েছে একটি মহুরত অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে মুখ্য অতিথি ছিলেন চিরঞ্জীবী। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬ সালে।

এর মধ্যেই প্রভাসের পরের ছবি ‘দ্য রাজা সাহেব’ও মুক্তির অপেক্ষায়। মারুথি পরিচালিত এই হরর-কমেডিতে দেখা যাবে, এক যুবক নিজের দাদুর পুরনো অট্টালিকা বেচতে গেলে সেখানে এক দুষ্টু আত্মার মুখোমুখি হয়; আর সেই থেকেই গল্পে ভয়, মজা, টুইস্ট...সব একসঙ্গে।

এই ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন মালভিকা মোহনন, নিধি আগরওয়াল, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্ত, বোম্যান ইরানি সহ আরও অনেকে। মুক্তি পাবে  ৯ জানুয়ারি, ২০২৬।