ফের বিপাকে রণবীর কাপুর। দ্বিচারিতার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে। রণবীরের ‘সাত্ত্বিক জীবনযাপন’ নিয়ে চলতে থাকা প্রশংসা যেন নিমেষেই থেমে গেল। পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসাবে রণবীর নাকি মাংস, মদ, ধূমপান—সব কিছুই ছেড়ে দিয়ে সম্পূর্ণ সাত্ত্বিক জীবনধারা গ্রহণ করেছেন। অন্তত এমনটাই দাবি করেছিলেন তাঁর ঘনিষ্ঠ মহল এবং পিআর টিম। শোনা গিয়েছিল, চরিত্রের আধ্যাত্মিক তাৎপর্যকে সম্মান জানাতেই এমন বদল।
কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও সেই দাবিকে ঘিরে বড়সড় বিতর্কের সৃষ্টি করেছে। কিংবদন্তি রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এর একটি ভিডিওতয় দেখা যায়, আরমান জৈন টেবিলে সকলের জন্য ফিশ কারি রাইস এবং জংলি মাটন পরিবেশন করছেন। সেই টেবিলেই অন্যদের সঙ্গে বসে আছেন রণবীর। পাশে নীতু কাপুর, করিনা কাপুর, করিশ্মা কাপুর, রীমা জৈন, সইফ আলি খান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। অনেকেই অভিযোগ তুলেছেন, রণবীরের পিআর টিম রামের চরিত্র করার প্রতি তাঁর নিষ্ঠা দেখাতে ইচ্ছাকৃতভাবে তাঁর খাদ্যাভ্যাস সম্পর্কে ভ্রান্ত এবং সাজানো তথ্য ছড়িয়েছে।
এক পোস্টে লেখা হয়েছে, ‘রণবীর কাপুরের পিআর টিম দাবি করেছিল, তিনি রামায়ণ ছবির জন্য মাংস-মদ ছেড়েছেন। অথচ ভিডিওয় পরিবার-পরিজনের সঙ্গে মাছ, মাটন, পায়া, সবই খেতে দেখা যাচ্ছে তাঁকে!’
আরও এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘বলিউড তারকাদের পিআর টিমকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পুরনো ভিডিও-তথ্য যাচাই না করেই এমন বাড়াবাড়ি দাবি করে বসে! কে চেয়েছিল তাঁদের কাছে এমন ঘোষণা শুনতে?’
সমালোচনা চললেও নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’–এর প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়ছে। ছবিতে রামের চরিত্রে রণবীরের পাশাপাশি সীতা হিসাবে থাকছেন সাই পল্লবী। রাবণের ভূমিকায় যশ, হনুমান হিসাবে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে থাকছেন। এছাড়া মন্দোদরী এবং সূর্পণখার ভূমিকায় দেখা যাবে কাজল আগরওয়াল এবং রাকুল প্রীত সিংকে। রিপোর্ট অনুযায়ী, প্রথম পর্বের সম্পাদনার কাজও প্রায় শেষ।
এই ভিডিও–বিতর্ক রণবীরের ভাবমূর্তিতে সাময়িক চাপ সৃষ্টি করলেও বিশাল বাজেটের এই পিরিয়ড ড্রামা নিয়ে উত্তেজনা বিন্দুমাত্র কমেনি—বরং বিতর্কই ছবিটিকে আরও আলোচনায় এনে দিয়েছে বলে মনে করছেন অনেকেই।
লক্ষণের চরিত্রে অভিনয় করা রবি জানিয়েছিলেন, রণবীর এই ছবির জন্য মদ্যপান এবং মাংস খাওয়া সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন। তিনি আরও বলেন, “রণবীরের এক অনন্য ব্যক্তিত্ব এবং শক্তি রয়েছে। তিনি শান্ত, বিনয়ী এবং পুরোপুরি কাজের প্রতি নিবেদিত। তাঁর সঙ্গে কাজ করলে যে কেউ তা অনুভব করতে পারে।” কিন্তু খাদ্যাভ্যাসে রণবীর কি আদৌ কোনও পরিবর্তন এনেছেন? নাকি সবটাই প্রচার? ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’ দেখে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীমহলে।
