সংবাদ সংস্থা মুম্বই: বিজ্ঞাপন মাত্র ৩০ সেকেন্ড, অথচ তার তাপমাত্রা ছুঁয়েছে আকাশ। অনেকে বলছেন, এটা নেহাত বিজ্ঞাপন নয়—এ যেন ভবিষ্যতের বলিউড ব্লকবাস্টারের ঝলক! দুই বলি-তারকার ‘ফ্রেশ জুটি’র স্টাইল আর তাঁদের রসায়নের সেই অনায়াস যাদুতেই মোহিত নেটিজেনরা। খুলেই বলা যাক। এক বিজ্ঞাপনে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রণবীর কাপুর এবং কৃতি শ্যানন। তাদের রিফ্রেশিং কেমিস্ট্রি, স্টাইল আর ক্যারিশমা দেখে দর্শকরা চোখ সরাতে পারছেন না। ফলে সোশ্যাল মিডিয়াও একেবারে উত্তাল!
 
 নেটপাড়ার বিভিন্ন বাসিন্দারা এক সুরে নানানভাবে তাঁদের দাবি জানিয়েছেন রণবীর-কৃতিকে নিয়ে।  এই একমাত্র বিজ্ঞাপনেই দর্শকরা এতটাই মুগ্ধ যে এখন থেকেই শুরু হয়েছে ‘রণবীর-কৃতি অনস্ক্রিন’ সিনেমার দাবি। কেউ চাইছেন রোম্যান্টিক লাভ স্টোরি, কেউ আবার অ্যাকশনধর্মী থ্রিলার, কেউ সরাসরি বলেই দিয়েছেন ‘ধুম ৪’-এর জন্য এর চেয়ে ভাল জুটি হতেই পারে না! 
এই মুহূর্তে কৃতি রয়েছেন ‘তেরে ইশ্ক মে’র সেটে, আর রণবীর শুট করছেন সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’। কিন্তু অনুরাগীরা তো থামছেন না—সমাজমাধ্যমে তাদের স্পষ্ট বক্তব্য- “এই জুটি চাই বড় পর্দায়, এবং খুব শিগগির।”
বলিউড যদি কান খোলা রাখে, তবে এই বিজ্ঞাপনই হয়ে উঠবে নতুন যুগের অনস্ক্রিন জুটির সূচনা। রোম্যান্স হোক বা হাই-অক্টেন থ্রিলার—রণবীর-কৃতির জুটি সব চরিত্রের জন্য পারফেক্ট।
