ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির তালিকায় এখন শীর্ষে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'লভ অ্যান্ড ওয়ার'। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল—এই তিন তারকাকে নিয়ে যে ছবির ঘোষণা হয়েছিল, তখন থেকেই দর্শকের উত্তেজনা তুঙ্গে। ২০২৪ সালের নভেম্বরেই এই ছবির শুটিং শুরু করেছেন বনশালি, আর এর মধ্যেই প্রায় ১২৫ দিনের শুটিং শেষ। বর্তমানে মুম্বইয়ে এক বিশাল সেটে চলছে ছবির টানা শিডিউল। তবে এখানেই থামছেন না পরিচালক। সূত্র মারফত খবর, অক্টোবরের দ্বিতীয়ার্ধে বনশালি উড়ে যাচ্ছেন ইতালির সিসিলিতে—যেখানে শুট হবে ছবির সবচেয়ে বড় চমক, ক্লাইম্যাক্স শুট!
বনশালি বরাবরই ভিজ্যুয়াল জাঁকজমকের জন্য পরিচিত। বাজিরাও মস্তানি কিংবা পদ্মাবত— প্রতিবারই ক্লাইম্যাক্সকে করেছেন গল্পের আসল ‘হাইলাইট’। লাভ অ্যান্ড ওয়ার-এও ব্যতিক্রম নয়। সূত্রের দাবি, রণবীর, আলিয়া আর ভিকির অভিনয় দক্ষতাকে তুলে ধরতেই এই ক্লাইম্যাক্স। বনশালি বড়সড়, লার্জার দ্যান লাইফ নাটকীয় মুহূর্ত নির্মাণ করতে ভালবাসেন। এবারও থাকছে প্রেম ও সংঘর্ষের এক মিশ্রিত আবহ, যার পটভূমি সিসিলির বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য। শুধু তাই নয়, এই শিডিউলেই হবে একটি বিশেষ গান শুটিং, যেখানে থাকবে তিন তারকাই। ফলে প্রায় এক মাস বিদেশে অবস্থান করবেন ছবির গোটা ইউনিট।
ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ২০ মার্চ, হোলি–লম্বা ছুটির সময়কে লক্ষ্য করেই নির্ধারিত হয়েছে তারিখ। শুটিং শেষ করার পরিকল্পনা ডিসেম্বর–জানুয়ারির মধ্যে। এরই মধ্যে শোনা যাচ্ছে, বনশালি সম্পাদনার কাজও চালাচ্ছেন পাশাপাশি, যেমনটা তিনি বরাবরই করেন। অর্থাৎ ছবির সময়সীমা নিয়ে কোনওরকম দেরি নেই।
সব মিলিয়ে লভ অ্যান্ড ওয়ার কেবল একটি প্রেমের গল্প নয়, বরং তার মধ্যে মিশে থাকছে বনশালির স্বকীয়তা—রঙিন ভিজ্যুয়াল, প্রগাঢ় রোমান্স এবং বৃহৎ মাপের সংঘাত। রণবীর–আলিয়া–ভিকির রসায়ন ও সিসিলির জাঁকজমকপূর্ণ ক্লাইম্যাক্স—এই দুই মিলেই ভারতীয় দর্শক পেতে চলেছেন এক মহাকাব্যিক অভিজ্ঞতা।

অন্যদিকে, ঞ্জয় লীলা বনশালি এবার নিজেই আইনের জালে! রাজস্থানের বিকানেরে তাঁর আসন্ন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’–এর শুটিংকে কেন্দ্র করে দায়ের হল পুলিশি অভিযোগ। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ—প্রতারণা, অশোভন ব্যবহার ও বিশ্বাসভঙ্গ।
বনশালির অভিযোগকারীর দাবি ঠিক কী? অভিযোগ এনেছেন বিকানের বাসিন্দা প্রতীক রাজ মথুর। তাঁর দাবি, বনশালির প্রোডাকশন টিম তাঁকে এই ছবির লাইন প্রডিউসার হিসেবে চুক্তিবদ্ধ করেছিল। দায়িত্ব বুঝে নিয়েই তিনি শুটিংয়ের যাবতীয় ব্যবস্থা করেছিলেন, এমনকী, সরকারি দপ্তরগুলির সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু হঠাৎই চুক্তি বাতিল করে তাঁকে প্রাপ্য টাকা না দিয়েই সরিয়ে দেওয়া হয় প্রকল্প থেকে।
অভিযোগকারীর আরও দাবি, হোটেলে গিয়ে বনশালি ও তাঁর টিমের সঙ্গে দেখা করতে গেলে, অশোভন ব্যবহার করেন তাঁরা।সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে উত্তেজনা আকাশছোঁয়া। মুখ্যভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। জানা গেছে, রণবীর ও ভিকি এখানে ভারতীয় বিমানবাহিনীর পাইলট-এর চরিত্রে। ইতিমধ্যেই ছবির ব্যয়বহুল চূড়ান্ত সংঘর্ষ দৃশ্যের শুটিং হয়েছে রাজস্থানে—যা নাকি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বৃহত্তম সিকোয়েন্স হিসেবে চিহ্নিত হতে চলেছে।
