সংবাদসংস্থা মুম্বই: 'রাম তেরি গঙ্গা মেইলি' ছবিতে রাজ কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন মন্দাকিনী। এমনকী, প্রথম ছবিতেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। কটা চোখের এই নায়িকার মায়ায় জড়িয়েছিল সিনেপ্রেমীরা। যদিও, বেশি ছবিতে তিনি কাজ করেননি। কিন্তু, তাঁর সৌন্দর্য মন কেড়ে নিয়েছিল সকলের। 

 

এখন বিনোদন জগৎ থেকে দূরে মন্দাকিনী।‌ তবে হঠাৎই লাইম লাইটে এলেন অভিনেত্রী। যদিও নতুন কাজের খবর নয়, বরং মন খারাপের খবর দিলেন অভিনেত্রী।‌ মন্দাকিনীর জীবনে এবার শোকের ছায়া। কাছের মানুষকে হারিয়ে শোকে আচ্ছন্ন অভিনেত্রী। সম্প্রতি বাবাকে হারিয়েছেন মন্দাকিনী।

 

সমাজমাধ্যমে বাবাকে শেষ বিদায় দিয়েই তিনি লিখছেন, 'আমার হৃদয় আজ ভেঙে গিয়েছে।আজ সকালে আমি বাবাকে হারালাম। এই বিদায়ের বেদনা কিছুতেই ভাষায় প্রকাশ করা যাবে না। ধন্যবাদ বাবা, তোমার অফুরন্ত ভালবাসা, প্রজ্ঞা ও আশীর্বাদের জন্য। তুমি চিরকাল আমার হৃদয়ে বেঁচে থাকবে!' 

 

জানা যাচ্ছে, বেশ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন অভিনেত্রীর বাবা জোসেফ। এমনকী কিছুদিন আগে হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।