চলতি বছরের গোড়ার দিকে মুক্তি পেয়েছিল 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'। ২০২৫-এর জানুয়ারি মাসে এই ছবি মুক্তি পেতেই দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছিল। বক্স অফিসেও ভাল ব্যবসা করে রুক্মিণী মৈত্র অভিনীত সেই ছবিটি। বেশ কয়েক মাসের বিরতি দিয়ে এবার মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত দ্বিতীয় বাংলা ছবি 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। আর সেই ছবি মুক্তির আগেই 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'-এর মুকুটে জুড়ল নতুন পালক। 

৫৬ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া বা ইফিতে মনোনীত হয়েছে 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'। সেরা ডেবিউট্যান্ট পরিচালক বিভাগে রামকমল মুখোপাধ্যায় নমিনেশন পেয়েছে। এই বিভাগে তাঁর সঙ্গে মনোনীত হয়েছেন ত্রিবেণী রাই ( ছবির নাম 'শেপ অফ মম', ভাষা নেপালি), করণ সিং ত্যাগী (ছবির নাম 'কেশরী চ্যাপ্টার ২', ভাষা হিন্দি)। একই বিভাগে তেলেগু ভাষার জন্য মনোনয়ন পেয়েছেন যদু ভামসে, এবং

মালায়লি ভাষার 'আর্ম ৩ডি'র জন্য মনোনীত হয়েছেন জিতিন লাল। 
প্রথম বাংলা ছবি একাধিক খেতাব জেতায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত পরিচালক। 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবির প্রথম গান 'সোনা বন্ধু রে'র মুক্তির ইভেন্টে এসে আজকাল ডট ইনকে অনুভূতির কথা জানিয়ে রামকমল মুখোপাধ্যায় বলেন, ''ধন্যবাদ, এটা একটা বিশাল পাওনা। আমরা গঙ্গায় আছি, টাটকা মাছ ধরার মতো, টাটকা খবর একদমই।''

প্রসঙ্গত 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান" ছবিটি এর আগে একাধিক খেতাব পকেটস্থ করেছে। দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন রুক্মিণী মৈত্র। এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটি নয়, তিন তিনটি বিভাগে পুরস্কৃত হয়েছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং সেরা দর্শকদের পছন্দের ছবির খেতাব পেয়েছে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি।

আগামীতে, ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, সায়নী ঘোষ, প্রমুখ। সদ্যই ছবির গান 'সোনা বন্ধু রে' মুক্তি পেয়েছে। মাঝ গঙ্গায় উদযাপিত হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন এবং এই গান মুক্তির অনুষ্ঠান। কিন্তু কেন গঙ্গাবক্ষে এই গানের মুক্তি ঘটল সেই প্রসঙ্গে পরিচালক আজকাল ডট ইনকে জানান, ''জলপথ এবং স্থলপথকে মিলিয়ে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। এবং এই ইলিশ ব্যাপারটা রাখার। কারণ চরিত্রটার মধ্যে বা সিনেমাটার মধ্যে গঙ্গা, ইলিশ, রবীন্দ্রনাথ, নজরুল এরা খুবই গুরুত্বপূর্ণ অংশ। গানটা চিত্রায়ন করা হয়েছে কৌশিক দা, ঋতু দি এবং পাওলির উপর। গানটি গেয়েছেন ইমন। কম্পোজ করেছেন মণীশ দা। এটা একটা প্রচলিত গান, কিন্তু আমরা সেটাকে অন্য ভাবে তুলে ধরেছি। গানটার সঙ্গে আমরা সবাই এত বেশি ইমোশনালি জুড়ে রয়েছি তাই ভাবলাম সফরটা এই গানটাকে দিয়েই হোক।''