কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘রক্তবীজ-২’-এর প্রথম ঝলক। হাতে আর মাত্র কয়েক দিন। ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ ২’। এবার এই ক'দিনের মধ্যেই দেশের বহু প্রতীক্ষিত ছবি-সিরিজের তালিকায় প্রথমে উঠে এসেছে এই ছবি। অন্তত, তাই দেখাচ্ছে আইএমডিবি। কিছুদিন আগেও সেই তালিকায় প্রথমে ছিল শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড'। আর তৃতীয় স্থানে ছিল 'রক্তবীজ ২'। এবার সবাইকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল এই ছবি। 

 

 


এদিকে কিছুদিন মুক্তি পেয়েছে ছবির রোমান্টিক গান। এই গানে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়ের মিষ্টি রোম্যান্স। প্রেমে পড়া থেকে শুরু করে একসঙ্গে থাকার প্রতিশ্রুতি, বিয়ের প্রস্তাব সবটাই যেন একসঙ্গে ধরা দিল এই ভিডিওতে। গানের নাম 'দিওয়ানা বানাইসে'। বনি চক্রবর্তী ও অনিন্দ্য বসুর লেখায়, বনি চক্রবর্তীর সুরে তৈরি হয়েছে এই গান। কণ্ঠ দিয়েছেন রাপূর্ণা ভট্টাচার্য, উশ্রী বন্দ্যোপাধ্যায় ও বনি চক্রবর্তী।

 

আরও পড়ুন: স্বামী মারা যাওয়ার সপ্তাহ ঘুরতেই প্রেমে হাবুডুবু! ফের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন টলিপাড়ার এই নায়িকা

 

থাইল্যান্ডে শুটিং হয়েছে এই গানের। মেডিকেলের ছাত্র অঙ্কুশ ও শহুরে 'আয়েশা' ওরফে কৌশানীকে অনেকদিন পর রোমান্টিক অবতারে দেখে দারুণ খুশি দর্শক। অন্যদিকে আবার মুক্তি পেয়েছে মিমি ও আবিরের বহু প্রতীক্ষিত রোমান্টিক গান 'চোখের নীলে'। সুচন্দ্রিকা গোলদারের কণ্ঠে এই গান রীতিমতো সাড়া ফেলেছে সমাজমাধ্যমে। গানে মিমি ও আবিরের রসায়ন যেন এই ছবি দেখার আগ্রহ দর্শকের মধ্যে আরও বাড়িয়ে দিয়েছে।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ankush (@ankush.official)