নিজস্ব সংবাদদাতা, মুম্বই: কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। নিজের সাহসী মন্তব্য হোক কিংবা স্পষ্টভাষী ব্যক্তিত্ব, বরাবরই বিনোদনের শিরোনামে উঠে আসেন। তিনি রাখি সাওয়ান্ত। এবার ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের 'ড্রামা কুইন'। তৃতীয়বার পাকিস্তানে গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী, সম্প্রতি নিজেই একথা প্রকাশ করছেন রাখি।
এর আগে প্রথমবার রীতেশ রাজ সিং নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন রাখি। তারপর আদিল খান দুরানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু কোনও সম্পর্কই স্থানী হয়নি। তবে গত দু’বারের মতো নাকি আর ভুল করবেন না বলেই বদ্ধপরিকর রাখি। আর এবার ভারতীয় নয়, পাকিস্তানি পাত্রর সঙ্গে মালাবদল করবেন 'বিতর্কিত' অভিনেত্রী। রাখির হবু পাত্রের নাম দোদি খান। পেশায় তিনি একজন অভিনেতা এবং পুলিশ অফিসার।
এক সাক্ষাৎকারে রাখি বলেন, "পাকিস্তান থেকে বহু বিয়ের প্রস্তাব পাচ্ছি। পাকিস্তানের অনেক যুবকই আমাকে বিয়ে করতে চাইছেন। পাকিস্তানের মানুষরা খুবই পছন্দ আমার। বিয়ে নিয়ে আমার পুরনো অভিজ্ঞতা একেবারেই ভাল নয়। তাই এবার একটু ভাল করে পাত্র বেছে নিচ্ছি।"
কয়েকমাস আগেই গুরুতর অসুস্থ হয়েছিলেন রাখি সাওয়ান্ত। জড়ায়ুতে টিউমার ধরা পড়েছিল তাঁর। হয়েছে অস্ত্রোপচারও। তবে এখন রাখি একেবারেই সুস্থ। শরীর ভাল হতেই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন 'মির্চি গার্ল'। হবু বরকে নিয়ে রাখি জানান, "দোদি আমার জীবনের সঠিক মানুষ। আমি নিশ্চিত যে এবার আমি সত্যিকারের ভালবাসা পেয়েছি।'’’
অভিনেত্রী জানিয়েছেন যে পাকিস্তানে বিয়ে করবেন তিনি। রিসেপশন হবে ভারতে। আর নেদারল্যান্ডস বা সুইজারল্যান্ডে হবে হানিমুন। রাখির কথায়, ‘‘ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালবাসি।"
