নিজস্ব সংবাদদাতা: কাঞ্চন মল্লিককে প্রথমবার দেখেই বলিউডের এক জনপ্রিয় অভিনেতার কথা মনে পড়ে গিয়েছিল রাখি গুলজারের। প্রথমে কিছুতেই সেই বলি অভিনেতার নাম তাঁর মাথায় আসেনি। ফলে বেশ অস্বস্তিতেই ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।  তবে খানিক পরেই সেই নামটি মাথায় আসতেই উত্তেজিত হয়ে আসন ছেড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন রাখি। এবং তারপর কাঞ্চনকে নাকি সেই নাম ধরেই প্রায়শই ডাকতেন তিনি। 

'আমার বস' ছবির শুটিংয়ের আগে একসঙ্গে হয়েছিলেন সিনেমার কলাকুশলীরা। তাঁদের সঙ্গে ছিলেন কাঞ্চন মল্লিক। নানান কথাবার্তার মাঝে বেশকিছুক্ষণ ধরেই বর্ষীয়ান রাখির মনে হচ্ছিল, কাঞ্চনের সঙ্গে তিনি কোনও এক খ্যাতনামা অভিনেতার মিল পাচ্ছেন। তবে তিনি কে, রাখি ঠিক মনে করে উঠতে পারছিলেন না। আর তাই মজা করে শিবপ্রসাদ বলে ওঠেন, “কাঞ্চন, তোকে এত চেনা কেন লাগছে কাঞ্চন?”

 

 

এরপই রাখি গুলজার বলেন, “একদম ওইরকম নাকটা, এটা..। আমার ঠিক মনে পড়ছে না উনি মুম্বইয়ের নাকি এখানকার। তবে আমার খুব মনে হচ্ছে কার মতো বেশ লাগছে ওকে।” এরপরই রাখির নামটা মনে পড়ে যায়। উত্তজিত হয়ে দাঁড়িয়ে তিনি বলেন, “আরে পেন্টাল!”

 

পাশ থেকে নন্দিতা রায় বলেন, “ও পেন্টালের মতো…।” কাঞ্চনের মুখ দিয়েও তখন বেরিয়ে আসে। ‘আচ্ছা পেন্টাল।’ রাখিকে বলতে শোনা যায়, ‘এত ডিস্টার্ব ছিলাম, আমি কথা তো বলছিলাম, তবে মাথায় ওটাই ঘুরছিল যে কার মতো লাগছে ওকে….।” মজার এই মুহূর্তটি উঠে এসেছে উইনডোজ প্রোডাকশনের ফেসবুক পেজে।

 


আর কাঞ্চন? রাখি গুলজারের মুখ থেকে এহেন মন্তব্য শুনে তাঁর কী প্রতিক্রিয়া? আজকাল ডট ইন-কে অভিনেতা বললেন, “রাখীদির মতো একজনকিংবদন্তি শিল্পীর  মুখে নিজের নাম শুনেই তো প্রাণ ভরে উঠেছিল। উনি যখন আমাকে ‘পেন্টাল’ বলে ডাকতেন, সেই সময়গুলো আমার জীবনের অপূরণীয় অনুভব ছিল। হয়তো আমার নাকের যে আকৃতি, বা মুখের ভঙ্গিমায় কিছু একটা দেখেছিলেন উনি — কিন্তু যে পেন্টাল জি-র মতো একজন অসাধারণ অভিনেতার সঙ্গে তুলনা করেছিলেন, এটা আমার জন্য এক বিশাল সম্মান।” 

 

প্রসঙ্গত, আটের দশকের জনপ্রিয় 'মহাভারত' ধারাবাহিকে 'শকুনি'র ভূমিকায় দেখা গিয়েছিল গুফি পেন্টালকে। অমিতাভ বচ্চনের সঙ্গে 'সত্তে পে সত্তা' সহ বহু জনপ্রিয় হিন্দি ছবিতে একসময় চুটিয়ে কাজ করেছিলেন এই অভিনেতা। বছর দুয়েক আগে প্রয়াত হয়েছেন গুফি পেন্টাল।