সংবাদসংস্থা মুম্বই: বলি তারকাদের উপর লাগাতার আসছে প্রাণনাশের হুমকি। সইফ আলি খানকে প্রাণে মারার চেষ্টার পর থেকে আতঙ্কে রয়েছে টিনসেল টাউন। এর মাঝেই খুনের হুমকি দেওয়া হল রাজপাল যাদবকে। অজ্ঞাত হুমকি পাওয়ার এই তালিকায় রয়েছেন কপিল শর্মা, রেমো ডি'সুজা, গায়ক সুগন্ধা মিশ্রও।

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান থেকে এই খুনের হুমকির ইমেল পাঠানো হয়েছে কপিল শর্মা সহ রাজপাল, রেমো সবাইকে। খুনের হুমকি পাওয়ার ঘটনায় অম্বালি থানায় অভিযোগ দায়ের করেন কপিল শর্মা। এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্তও ইতিমধ্যে শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ।

 

আতঙ্কের মাঝেই শোকের ছায়া রাজপাল যাদবের পরিবারে। শুক্রবার সকালে বাবাকে হারান অভিনেতা। জানা যাচ্ছে, দিল্লিতে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজপালের বাবা নৌরং যাদব। বার্ধক্যজনিত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেই সময় থাইল্যান্ডে আগামী ছবির শুটিং করছিলেন অভিনেতা। বাবার মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি দিল্লি পৌঁছন তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শোক জ্ঞাপন করেছেন রাজপাল যাদবের অনুরাগীরা।