সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

ভগৎ সিং-এর চরিত্রে রাজকুমার 

বিপ্লবী ভগৎ সিং-এর চরিত্রে অভিনয় করতে চান বলি অভিনেতা রাজকুমার রাও। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন,"আমি ভগৎ সিং-এর চরিত্রে অভিনয় করতে চাই। কারণ, তাঁর মতাদর্শে আমি এগিয়ে চলি। তাই ওঁর জীবনের এমন কিছু দিক পর্দায় তুলে ধরতে চাই যাতে দেশবাসী ভগৎ সিং-কে নতুনভাবে চিনতে পারেন।" 

৭০ বছর বয়সে কী করবেন আমির?

কিছুদিন আগে আমির পুত্র জুনেইদ খান জানিয়েছিলেন তাঁর বাবা প্রোডাকশন হাউসের দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়ে এবার অবসরে মন দিতে চান। তারপর থেকেই আমির অনুরাগীদের মনে চিন্তা ছিল, তবে কি আর দেখা যাবে না তাঁকে? কিন্তু সম্প্রতি অনুরাগীদের মনে আশার আলো জাগিয়ে আমির মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে জানান যে তিনি ৭০ বছর বয়স পর্যন্ত কাজ করতে চান। এবং নতুন তারকাদের পাশে থেকে তাঁদের বিনোদন জগতে এগিয়ে দিতে চান। 

দক্ষিণী ভিলেন সঞ্জয় 

দক্ষিণী চলচ্চিত্রে একের পর এক নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া পেয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "দক্ষিণী ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করার একটা মজা রয়েছে। এখানে ভিলেনকেও যাতে পছন্দ করেন দর্শক সেই দিকটা মাথায় রাখা হয়। তাই আমি আবারও সুযোগ পেলে ভিলেনের চরিত্র করতে আগ্রহী।"