সংবাদসংস্থা মুম্বই: 'স্ত্রী ২'-এর সাফল্যের পর দর্শকমনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। তাঁর অভিনয়ের দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সমালোচক মহলেও। ফের কমেডি ঘরানার ছবিতেই কাজ শুরু করতে চলেছেন অভিনেতা। শুধু অভিনয়ই নয়, আসন্ন ছবির প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে রাজকুমারকে। 


মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালক আদিত্য নিম্বলকারের সঙ্গে হাত মিলিয়ে ডার্ক কমেডি ঘরানার ছবি তৈরির পরিকল্পনা করছেন রাজকুমার। গল্পের সূত্রপাত হবে এক ব্যক্তির খুনকে কেন্দ্র করে। এরপর গল্পের মোড়ে ফুটে উঠবে কৌতুকের ছাপ, এমনটাই জানা যাচ্ছে। 


এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির ভাবনা। চলছে চিত্রনাট্যের কাজ। ছবিতে রাজকুমারের সঙ্গে আর কোন তারকাদের দেখা যাবে তা যদিও এখনও চূড়ান্ত হয়নি। জানা যাচ্ছে, বড়পর্দায় নয়, বরং ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এর জন্য তৈরি হচ্ছে ছবিটি। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর শুরুতেই শুটিং শুরু হবে এই ডার্ক কমেডি ছবির। নতুন বছরের মাঝামাঝি সময়ে 'নেটফ্লিক্স'-এ মুক্তি পাবে রাজকুমারের এই ছবি।