‘সঞ্জু’ (২০১৮)-র দারুণ সাফল্যের পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রণবীর কাপুর ও রাজকুমার হিরানির পরের ছবির জন্য। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, দু’জনে একসঙ্গে এক ক্রীড়াবিদের বায়োপিক তৈরি করছেন। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে নতুন পাওয়া খবরে জানা যাচ্ছে— ছবিটি আপাতত স্থগিত রাখা হয়েছে!  এবং সে ছবির শুটিং শুরুর সম্ভাবনা এখন সরাসরি ২০২৭-এ!

 

খবর অনুযায়ী, হিরানির সহযোগীরা বুঝতে পেরেছেন রণবীরকে নিয়ে ভাবা এই বায়োপিকের চিত্রনাট্যের আরও গভীরতা এবং ঘষামাজা করা প্রয়োজন। তাই হুটহাট শুরু না করে পুরো প্রজেক্টই আপাতত ঠান্ডা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রণবীর ও হিরানি নাকি গত কয়েক মাস ধরে চিত্রনাট্য নিয়ে আইডিয়া শেয়ার ও নানান বিষয় -ভাবনা আলোচনা করছিলেন। কিন্তু রণবীরের আগামী দু'বছর ইতিমধ্যেই একাধিক বিগ প্রজেক্টে ভর্তি থাকায়, হিরানি নিজেই ছবিটি কিছুদিনের জন্য পিছিয়ে দেন।

 

 

এক সূত্র জানাচ্ছে— রণবীর ও হিরানি। দু'জনেই চাইছেন আবারও ‘সঞ্জু’র মতো একই ম্যাজিক বড়পর্দা থেকে দর্শকহৃদয়ে তৈরি করতে। তাই সময় নিয়ে, সঠিক পরিস্থিতিতে, নতুন করে গল্পে ফিরে আসবেন।

 

 

এরই মধ্যে রাজকুমার হিরানি মন দিচ্ছেন তাঁর পরের বড় প্রজেক্টে— দাদাসাহেব ফালকে–র জীবননির্ভর এক বায়োপিক, যেখানে মুখ্যভূমিকায় আমির খান। এই ছবির শুটিং শুরু হবে ২০২৬ সালের গোড়ায়, আর আমির ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন। জানা গেছে, তিনি নিজের লুক ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ওয়ার্কশপ করবেন ডিসেম্বর থেকেই। এটাই হতে চলেছে আমিরের প্রথমবার কোনও বাস্তব চরিত্রে অভিনয়।

 

অন্যদিকে, রণবীর কাপুর এখন ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’–এ (সহ–অভিনয়ে আলিয়া ভাট ও ভিকি কৌশল)। এরপর নীতেশ তিওয়ারি–র ‘রামায়ণ’–এ রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তারপরই রণবীর বেছে নেবেন তাঁর পরের মেগা প্রজেক্ট— ‘ধুম ৪’ না ‘অ্যানিম্যাল পার্ক’, দুটোই এখন আলোচনায়।

 

তাই আপাতত হিরানির নতুন সিনেমায় আমির, আর রণবীরের ক্যালেন্ডারে আগুন! তবে ভক্তরা বিশ্বাস রাখছেন— যখন হিরানি–রণবীর আবার ফিরবেন একসঙ্গে, তখন অপেক্ষার প্রতিটা বছরই সার্থক হবে!