দীর্ঘ ১৫ বছর পর ফিরতে চলেছে বলিউডের অন্যতম সফল ছবি 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল। রাজকুমার হিরানি পরিচালিত এই বহু প্রতীক্ষিত ছবির চিত্রনাট্য ইতিমধ্যে চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়েছে।

২০০৯-এ মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। শিক্ষাব্যবস্থার চাপ, স্বপ্ন, আর বন্ধুত্বের গল্পকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় ওই সিনেমা। মুক্তির পরই ভেঙে দেয় বক্স অফিসের সব রেকর্ড। বি টাউন সূত্রের খবর, খবর, প্রথম ছবির মূল তারকারা অর্থাৎ আমির খান (র্যা ঞ্চো), করিনা কাপুর খান (পিয়া), আর.মাধবন (ফারহান) এবং শারমান যোশি (রাজু)-সকলেই এই সিক্যুয়েলে ফিরছেন। রাজকুমার হিরানিই থাকছেন পরিচালনার দায়িত্বে এবং এটি যৌথভাবে প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া, হিরানি এবং আমির খান।

বলিপাড়ার খবর, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে 'থ্রি ইডিয়টস ২'-এর শুটিং শুরু হবে। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর আপাতত গোটা টিম বেশ উচ্ছ্বসিত। ছবির সঙ্গে যুক্ত বেশিরভাগ কলাকুশলীর মতে, প্রথম ছবির সেই ম্যাজিক আবার ফিরে আসছে। প্রথম অংশের মতোই সিক্যুয়েলও মজার, আবেগপূর্ণ এবং অর্থবহ হবে।

শোনা যাচ্ছে, মূল ছবির শেষ দৃশ্যের প্রায় ১৫ বছর পরের ঘটনা দিয়ে নতুন গল্পটি শুরু হবে। প্রথম ছবিতে সব চরিত্রই যে যার পথে এগিয়ে গিয়েছিল, এই সিক্যুয়েলে একটি নতুন অ্যাডভেঞ্চারের জন্য তারা আবার একত্রিত হবে। দর্শক আবার র্যাসঞ্চো, ফারহান, রাজু এবং পিয়াকে নস্টালজিয়ার মোড়কে দেখতে পাবে, তবে এবার তাদের পরিণত জীবন এবং বড় হয়ে ওঠার অভিজ্ঞতা নতুন করে কৌতুক ও রসিকতার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।

প্রসঙ্গত, রাজকুমার হিরানি দীর্ঘদিন ধরেই 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল তৈরির পরিকল্পনা নিয়ে ভাবছিলেন। কিন্তু তিনি চাইছিলেন এমন একটি নিখুঁত গল্প যা মূল ছবির বিরাট সাফল্যের ঐতিহ্যকে ধরে রাখতে পারে। সেই সুযোগ আসে কিছুদিন আগে। সম্প্রতি ‘পিকে’র পরিচালকের দাদাসাহেব ফালকে-র বায়োপিকের চিত্রনাট্য স্থগিত হয়েছে। আর এই সময়টুকুই তিনি 'থ্রি ইডিয়টস ২'-এর চিত্রনাট্য সম্পূর্ণ করতে কাজে লাগিয়েছেন।

১৫ বছর আগে 'থ্রি ইডিয়টস' শুধু বক্স অফিসে ২০০ কোটি টাকার ক্লাবে প্রবেশকারী প্রথম ভারতীয় ছবি হিসেবে ইতিহাসই তৈরি করেনি, পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার ওপর একটি গুরুত্বপূর্ণ বিতর্কেরও জন্ম দিয়েছিল। আর সেই ছবির সিক্যুয়েলেই ফের একসঙ্গে হচ্ছেন আমির খান, করিনা কাপুর এবং অন্যান্য মূল অভিনেতারা। স্বাভাবিকভাবে 'থ্রি ইডিয়টস ২' দর্শকদের জন্য নস্টালজিয়া এবং নতুনত্বের এক অসাধারণ মিশ্রণ নিয়ে আসতে চলেছে। প্রথম পার্টের মতোই এই ছবিও সিনেপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা সকলের।