প্রায় সাড়ে তিন দশক অপেক্ষার পর অবশেষে বড়পর্দার আলো দেখতে চলেছে আশির দশকের শেষের এক বহুচর্চিত মাল্টি-স্টারার ছবি ‘হম মেঁ শাহেনশাহ কৌন’। রজনীকান্ত, শত্রুঘ্ন সিনহা ও হেমা মালিনির মতো আইকনিক তারকাদের নিয়ে তৈরি এই ছবি ১৯৮৯ সালে শুটিং সম্পূর্ণ হলেও নানা কারণে আর মুক্তি পায়নি। এত বছর পর সেই ছবিই এবার সারা দেশে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত।

রাজা রায় ফিল্মস-এর প্রযোজনায় এবং প্রয়াত পরিচালক হরমেশ মালহোত্রার নির্দেশনায় তৈরি এই ছবিতে একসঙ্গে দেখা যাবে হিন্দি ছবির স্বর্ণযুগের একাধিক দাপুটে মুখ। রজনীকান্ত, শত্রুঘ্ন সিনহা ও হেমা মালিনীর পাশাপাশি ছবির কাস্টে রয়েছেন অনিতা রাজ, প্রেম চোপড়া, শরৎ সাক্সেনা, শরদ সাক্সেনা, প্রয়াত অমরীশ পুরী এবং প্রয়াত জগদীপ যাঁরা প্রত্যেকেই তখনকার মূলধারার ছবির অতি পরিচিত নাম ছিলেন।

ছবিটির ক্রিয়েটিভ টিমও ছিল সমানভাবে শক্তিশালী। সংলাপ লিখেছিলেন সেলিম-ফয়েজ জুটি,  সঙ্গীত পরিচালনায় ছিলেন কিংবদন্তি লক্ষ্মীকান্ত–প্যারেলাল, গানের কথা আনন্দ বক্সীর। নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন সরোজ খান। ছবিটি শুট করা হয়েছিল ক্লাসিক ৩৫ মিমি ইস্টম্যান কালার ফিল্মে, যার রঙ, আলো আর টেক্সচার আজও সেই সময়ের সিনেমার নস্টালজিক আবহকে ফিরিয়ে আনে।

এক সাক্ষাৎকারে  প্রযোজক রাজা রায় বলেন,“এই ছবিটিকে ঘিরে আমরা কখনও আশা ছাড়িনি। বহু শোক, বাধা আর দীর্ঘ নীরবতার মধ্য দিয়েও ছবিটি টিকে থেকেছে।”তিনি আরও যোগ করেন, “আজ মনে হচ্ছে, অবশেষে ছবিটি তার দর্শকের কাছে পৌঁছতে চলেছে। এটাই যেন নিয়তির লেখা। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে এই ছবি বেঁচে রয়েছে।”

সাম্প্রতিক বছরগুলোতে ছবিটিকে মুক্তির উপযোগী করে তুলতে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে, তবে মূল সিনেমাটিক আত্মা অক্ষুণ্ণ রেখেই। এআই-ভিত্তিক রেস্টোরেশন, ৪কে রিমাস্টারিং এবং ৫.১ সারাউন্ড সাউন্ড মাস্টারিংয়ের মাধ্যমে ছবির দৃশ্য ও শব্দের মান উন্নত করা হয়েছে যাতে আধুনিক দর্শকের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়, অথচ ছবির সময়কালীন সৌন্দর্য নষ্ট না হয়।

সব মিলিয়ে, ‘হাম মেঁ শাহেনশাহ কৌন’ শুধু একটি আটকে থাকা ছবি নয়, এ এক যুগের স্মৃতি, বলিউডের ইতিহাসে দীর্ঘদিন চাপা পড়ে থাকা এক অধ্যায়ের পুনর্জন্ম।