আজ নেটপাড়ায় হঠাৎই চাঞ্চল্য ছড়িয়েছে এক চমকে দেওয়া খবরে।-হাসপাতালে ভর্তি হয়েছেন রাজত দালাল। ইন্টারনেটে ঘুরে বেড়ানো বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সদ্য কালার্স টিভি ও জিওহটস্টার-এর আসন্ন রিয়্যালিটি শো ‘দ্য ৫০’-এর প্রাসাদে প্রবেশ করার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
খবর অনুযায়ী, রাজতের শারীরিক অবস্থার অবনতি এবং হাসপাতালে ভর্তি হওয়ার জেরে তাঁকে আপাতত শো থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও ও শোনা যাচ্ছে, আঘাত ও অসুস্থতা সত্ত্বেও নির্মাতারা তাঁকে আবার শোতে ফেরানোর সিদ্ধান্ত নিতে পারেন,বিশেষ করে তাঁর বিপুল সংখ্যক অনুরাগীদের কথা মাথায় রেখেই। তবে এই পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত ‘দ্য ৫০’-এর নির্মাতাদের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি। ফলে এই তথ্য কতটা সত্যি, তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।
যদি এই খবর সত্যি প্রমাণিত হয়, তাহলে নিঃসন্দেহে এটি রাজত দালালের অনুরাগীদের জন্য অত্যন্ত হতাশাজনক এক মুহূর্ত। কারণ, বহু দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁকে এই নতুন রিয়্যালিটি শোতে দেখার জন্য। এই মুহূর্তে সকলেই তাঁর দ্রুত আরোগ্য ও আরও শক্তিশালী প্রত্যাবর্তনের কামনাই করছেন-বিশেষ করে আসন্ন শো ‘দ্য ৫০’-এ।
উল্লেখ্য, ‘দ্য ৫০’ একটি নতুন রিয়্যালিটি শো, যা জনপ্রিয় ফরাসি সিরিজ লেস সিনকোয়ান্টে-এর আদলে তৈরি। এই শো-তে অংশ নিচ্ছেন মোট ৫০ জন তারকাপ্রতিযোগী। তালিকায় রয়েছেন করণ প্যাটেল, মোনালিসা, বিক্রান্ত সিং রাজপুত, শাইনি দোশি, নীলম গিরি, চাহাত পান্ডে, নেহাল চুদাসামা, প্রিন্স নারুলা, যুবিকা চৌধুরি, ইয়াং সামি, লক্ষ্য কৌশিক, অর্চিত কৌশিক, ঋধিমা পণ্ডিত, নাটালিয়া জানোসেক, মানিশা রানি, মিস্টার ফাইজু, দিব্যা আগরওয়াল, ঊর্বশী ঢোলাকিয়া, দুষ্মন্ত কুকরেজা সহ আরও বহু পরিচিত মুখ।
এই বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শোটি ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে সম্প্রচারিত হওয়ার কথা।
