সকলকে চমকে দিয়ে ১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন রাজ নিদিমোরু এবং সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর চলেছে। যদিও মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তাঁরা। বছরের প্রায় শেষে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সেই সমস্ত জল্পনায় সিলমোহর দিলেন। প্রাক্তন নতুন করে জীবন শুরু করতেই একটা দীর্ঘ পোস্ট লিখলেন শ্যামলী দে।
শ্যামলী দে এদিন একটি আবেগঘন পোস্ট করেন। ধন্যবাদ জানান তাঁদের, যাঁরা এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন। একই সঙ্গে তিনি এই পোস্টে জানিয়ে দেন তিনি কোনও রকম সিম্প্যাথি চান না, বা তাঁর কষ্ট ভাঙিয়ে জনপ্রিয়তা চান না।
শ্যামলী দে এদিন তাঁর শেয়ার করা পোস্টে লেখেন, 'সকলকে ধন্যবাদ, আপনাদের শুভেচ্ছা, সহৃদয়তা, কথা এবং আশীর্বাদের জন্য। আমি রাতের পর রাত নির্ঘুম ভাবে কাটিয়েছি। এপাশ ওপাশ করেছ, নিজের মনে দ্বন্দ্ব চলেছে... এবং তারপর অনুভব করেছি, এটা সত্যিই অন্যায় করা হবে, যদি আমার সঙ্গে ভাল যা ঘটেছে সেগুলোকে স্বীকার না করি।' তিনি এদিন আরও লেখেন, 'আমি বিগত কয়েক বছর ধরে টুইন হার্টসে ধ্যান করছি। ধ্যান করলে পৃথিবীর আশীর্বাদ যেমন পাওয়া যায়, তেমনই শান্তি, ভালবাসা পাওয়া যায়। শেখা যায় ক্ষমা করা, পাওয়া যায় আশা, আলো, আনন্দ। বিনয়ী হওয়া যায়, মনের ইচ্ছাশক্তি বাড়ে।'
এই কঠিন ব্যক্তিগত সময় তিনি কীভাবে ইতিবাচকতা বজায় রেখেছেন বা লড়াই জারি রেখেছেন সেটার বিষয়ে তিনি বলেন, 'আমার কোনও পিআর, কোনও স্টাফ, কোনও সংগঠন নেই যাঁরা আমার পেজ ম্যানেজ করেন। আমি একাই সবটার উত্তর দিচ্ছি, এটার মোকাবিলা করতে করতেই। যাঁরা ড্রামা, ব্রেকিং নিউজ খুঁজছেন, তাঁরা সেটা এখানে পাবেন না। অনুরোধ করব চলে যাওয়ার। আমি কোনও অ্যাটেনশন, মিডিয়া কভারেজ, বিশেষ ইন্টারভিউ, ব্র্যান্ড প্রমোশন, পেড পার্টনারশিপ, সিম্প্যাথি কিছু চাই না। আমি কাউকে কিছু বিক্রি করছি না, করতে চাই না।' তিনি এদিন এও জানিয়ে দেন তাঁকে যেন একা ছেড়ে দেওয়া এখন।
প্রসঙ্গত, ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন শ্যামলী দে এবং রাজ নিদিমোরু। ২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। অন্যদিকে সামান্থারও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন। জানা যায় ফ্যামিলি ম্যান সিরিজে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে রাজ-সামান্থার।
