অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরুর সম্প্রতি ব্যক্তিগতভাবে মন্দির প্রাঙ্গণে বিবাহ সম্পন্ন হওয়ার পর থেকেই এই আনন্দময় ঘটনাটি একটি অপ্রত্যাশিত বিতর্কে জড়িয়ে পড়েছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজ নিদিমোরুর প্রথম স্ত্রী শ্যামলী দে। সামান্থার সঙ্গে রাজের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই শ্যামলী দে-এর এক বান্ধবী সমাজমাধ্যমে এমন এক বিস্ফোরক দাবি করেছেন, যা তাঁদের প্রথম বিবাহবিচ্ছেদের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
রাজ-সামান্থার বিয়ের ছবি প্রকাশিত হওয়ার পরপরই, শ্যামলী দে-এর বান্ধবী ভাবনা তপাদিয়া একটি ইনস্টাগ্রাম পোস্টে এই দাবি করেন। ভাবনা, শ্যামলী দে-এর একটি ছবি রি-শেয়ার করেন যেখানে একটি মহিলাকে বিবাহিত নারীর প্রতীকস্বরূপ সিঁদুর ও টিপ পরে থাকতে দেখা যাচ্ছে। এই ছবির সাথে তিনি একটি মন্তব্য লেখেন যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
তিনি লেখেন, 'যাঁরা আমাকে জিজ্ঞাসা করছেন তাঁদের সবার জন্য... শেষবার যখন আমি জানতে পেরেছিলাম, সে (শ্যামলী) তখনও বিবাহিত ছিল, এবং সেই শেষবার মানে হচ্ছে এখন।' ভাবনার এই বক্তব্য ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, সামান্থাকে বিয়ে করার আগে রাজ নিদিমোরু কি তাঁর প্রথম স্ত্রী শ্যামলী দে-এর সঙ্গে আইনিভাবে বিবাহবিচ্ছেদ করেছেন?
রাজের নতুন বিয়ের ঘোষণার পর থেকেই শ্যামলী দে সমাজমাধ্যমে কয়েকটি রহস্যময় পোস্ট করেছেন, যা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
একটি পোস্টে তিনি 'কার্মিক ঋণ' নিয়ে কথা বলেন। তিনি লেখেন, 'পূর্বের ঋণের বন্ধন থেকেই মানুষ পোষা প্রাণী, জীবনসঙ্গী, সন্তান এবং বাড়ির সাথে যুক্ত হয়। যখন সেই কার্মিক ঋণ শেষ হয়, তখন সেই সম্পর্কগুলোও শেষ হয়ে যায়।'
অন্য একটি পোস্টে তিনি কোনও নাম না করেই লেখেন, 'বেপরোয়া মানুষরা বেপরোয়া কাজ করে।'
জানা যায়, রাজ ও শ্যামলীর সম্পর্কের বিচ্ছেদ হয়েছে বেশ কিছু বছর আগে। যদিও কিছু রিপোর্টে তাঁদের বিবাহবিচ্ছেদ ২০২২ সালে হয়েছে বলে দাবি করা হয়, কিন্তু ২০২৩ সালের ভ্যালেন্টাইনস ডে-তে শ্যামলী রাজের সাথে একটি ছবি পোস্ট করে লেখেন, 'এমন একটি হাত আছে যা আমি ধরতে ভালবাসি... যখন আমি আমার আশীর্বাদগুলি গণনা করি, তখন সব সময় তোমার কথা মনে আসে! শুভ ভ্যালেন্টাইনস ডে, আর!' তাঁর এই পোস্টটি সম্পর্কের অবস্থা নিয়ে আরও বেশি ধোঁয়াশা তৈরি করেছিল।
এই সমস্ত বিতর্ক এবং বন্ধুদের বিস্ফোরক দাবি সত্ত্বেও, সামান্থা রুথ প্রভু বা রাজ নিদিমোরু কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তাঁদের দিক থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত, রাজের প্রথম বিবাহের আইনি স্থিতি নিয়ে জল্পনা জারি থাকবে।
