নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার দুই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী হাত মেলাতে চলেছেন। একই কাজে প্রথমবার একসঙ্গে দেখা যেতে চলেছে দু'জনকে। তবে পরিচালনা নয় আবার অভিনয়ও নয়। নতুন রূপে হাজির টলিউডের দুই জনপ্রিয় পরিচালক। এবার সঞ্চালনার দায়িত্বে রাজ-শিবপ্রসাদ।

 

১৮ মার্চ হতে চলেছে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫'-এর মঞ্চে প্রথমবার সঞ্চালনা করতে দেখা যাবে টলিউডের অন্যতম জনপ্রিয় দুই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীকে। এই সুখবর নিজে জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আবার এই অনুষ্ঠানে বিশেষ পারফর্মেন্স দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। 

 

একাধিক মনোনয়ন পেয়েছে 'সন্তান' ও 'বাবলি'। তবে এই সব কিছুর উর্ধ্বে গিয়ে মূলত সঞ্চালক রাজ চক্রবর্তীকে দেখার অপেক্ষায় রয়েছেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রী মজার ছলে বলেন, "এই বছর ফিল্মফেয়ার আরও জমজমাট হতে চলেছে, দারুন গুণী মানুষদের পারফমেন্স তো রয়েছেই, পাশাপাশি দুই পরিচালককে সঞ্চালনা করতে দেখা যাবে প্রথমবার। আমি তো সঞ্চালক রাজকেই দেখার অপেক্ষা করে রয়েছি। যাকে আমি একদমই চিনি না, তবে তাঁর সঙ্গে আমি বেশ ফ্লার্ট করি।" 


নায়িকা আরও বলেন, "ছোটবেলায় টিভিতে ফিল্মফেয়ার দেখাই অনেক বড় ব্যাপার ছিল। টিভিতে দেখার পর নকল করতাম, অভিনেতা-অভিনেত্রীদের সাজগুলো মনে রাখতাম। সেই মঞ্চে যে আমি পারফর্ম করতে পারব, এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না।"