নিজস্ব সংবাদদাতা: গতকালের মিটিংয়ের পর আবারও স্বরূপ বিশ্বাসকে চিঠি পাঠালো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। যেখানে প্রমাণসহ লেখা রয়েছে, যে অভিযোগে দোষী করা হচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়, তা একেবারেই ঠিক নয়। সম্পূর্ণ নির্দোষ এই পরিচালক।

না জানিয়ে বাংলাদেশে শুটিং করার ঘটনাকে কেন্দ্র করে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্ম বিরতির আদেশ দেওয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে। গতকাল ফেডারেশন এবং ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার, কয়েক ঘন্টার মিটিং পর্বের পর জানানো হয়, এসভিএফ প্রযোজনা সংস্থার পুজোর ছবিতে পরিচালক নয় বরং সৃষ্টিশীল প্রযোজক হিসেবে যুক্ত থাকতে পারবেন রাহুল। তবে ফের স্বরূপ বিশ্বাসকে চিঠি পাঠালেন পরিচালকেরা। যেখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে, মূলত দুটি কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে পরিচালককে। প্রথমত বলা হয়েছে, কলাকুশলীদের পেমেন্ট পুরোপুরি দেওয়া হয়নি। অর্থাৎ, ভারতে প্রথম ভাগের শুটিংয়ের পেমেন্ট নাকি পুরোপুরি দেওয়া হয়নি। এদিকে, গতকালই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সব প্রমাণসহ দেখানো হয়েছে যে সকল কলাকুশলীদের পেমেন্ট ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে। এক্ষেত্রে রাহুল মুখোপাধ্যায় আর এই বিষয়ের মধ্যে থাকছেন না। সংস্থা এবং ফেডারেশনের এই বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত।

দ্বিতীয়ত, এই কাজের ক্ষেত্রে প্রযোজনা সংস্থা বাংলাদেশের। সেক্ষেত্রে রাহুল মুখোপাধ্যায় ঠিক করতে পারেন না যে কোন দেশের কলাকুশলীদের নিয়ে তিনি কাজ করবেন। প্রযোজনা সংস্থাই তা ঠিক করে দেয়। প্রত্যেক শিল্পীর অধিকার আছে নিজের দেশ এবং রাজ্যের পাশাপাশি অন্য দেশে এবং রাজ্যে গিয়ে কাজ করার।
এই সব দিক খতিয়ে দেখলে রাহুল মুখোপাধ্যায়কে নির্দোষ বলা যেতেই পারে। সেক্ষেত্রে এই বিষয়টা যেন খতিয়ে দেখা হয়। চিঠিতে সেই অনুরোধ জানানো হয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে।
এই বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়ে এখনই কিছু বলতে পারবেন না। যা সিদ্ধান্ত হবে তা রাত ৮টায় চূড়ান্ত হবে।