স্বপ্নের উড়াল রাহুল দেব বসুর। কাজের পরিধি আরও বড় করে তুলতে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছেন মুম্বই। আরব সাগরের তীরে নোনা হাওয়া গায়ে মেখে পূরণ করছেন একের পর এক স্বপ্ন। সে কথাই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গেও। সম্প্রতি নেটমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি।

রাহুল লিখেছেন, ‘প্রিয় ডায়েরি, আজ আমি কাজ করলাম আমার স্বপ্নের পরিচালকের সঙ্গে। যিনি আমার তালিকার একেবারে শীর্ষে। দেশের অন্যতম সেরা পরিচালক (না হলেও অন্তত সেরাদের একজন)। আর তিনি পছন্দ করেছেন আমার অভিনয়ের দৃশ্যগুলো। আজ রাতে আমি নিশ্চিন্তে শিশুর মতো ঘুমোব।
আর সকালে সব ভুলে গিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে যাব। তবুও এই ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ। ভালবাসা রইল, রাহুল।’

সেই প্রিয় পরিচালকটি কে, তা যদিও জানাননি রাহুল। অনুরাগীদের জন্য নতুন চমক যে তিনি শীঘ্রই নিয়ে আসছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Frahulbosegl%2Fposts%2Fpfbid02u5HJTU6iw65k7o4wwkPUaTas5NzrC4vA3MJAwzgpqSWbMjXSeDXQKRxXtSnqE46Sl&show_text=true&width=500" width="500" height="219" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

জীবনের এক সু্ন্দর অধ্যায় উপভোগ করছেন রাহুল । আপাতত তুমুল কর্মব্যস্ততার মধ্যেই অভিনেতার দিনযাপন। একের পর এক শুট, প্রস্তুতি, সেট থেকে সেটে ছুটে যাওয়া আর ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাকের মধ্যেই কেটে যাচ্ছে সময়। টেলিভিশনের বিজ্ঞাপনের শুট করছেন অভিনেতা। নামী পরিচালক থেকে জনপ্রিয় ব্র্যান্ড— এই মুহূর্তে তাঁর কাজের তালিকা বেশ ঈর্ষণীয়। নেটমাধ্যমে পোস্ট করে সেই সাফল্যের খতিয়ান তুলে ধরছেন তিনি।

সম্প্রতি পরিচালক অদ্বৈত চন্দনের সঙ্গে কাজ করেছেন রাহুল। যে পরিচালকের ঝুলিতে রয়েছে ‘সিক্রেট সুপারস্টার’, ‘লাল সিং চাড্ডা’র মতো ছবি, তাঁর পরিচালনায় নিজেকে পর্দায় মেলে ধরতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কলকাতার ছোটপর্দার জনপ্রিয় মুখ।
রাহুল লেখেন, ‘অদ্বৈত চন্দনের সঙ্গে কাজ করা থেকে শুরু করে হাউস অব র‍্যাপচার-এর দুর্দান্ত টিমের সঙ্গে নতুন অভিজ্ঞতা, আর মণীষ অ্যান্ড কো.-এর সঙ্গে প্রাণখোলা হাসিতে ভরা এক স্টিলশুট—এই পুরো টিভিসির যাত্রা নিয়ে আমার সত্যিই কোনও অভিযোগ নেই।’

মু্ম্বইয়ের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘শহরটা যেন প্রতিদিন আরও আপন হয়ে উঠছে—মানুষের আন্তরিকতা, ইন্ডাস্ট্রির সহকর্মীদের আমাকে আপন করে নেওয়া, এই সব কিছুই ভরিয়ে দিচ্ছে আনন্দে। বছরটা আমার কাছে সত্যিই স্বপ্নের মতো কাটছে। ভাবিনি কখনও এই শহরের পথে এভাবে ছুটব, আর একবার শুরু করতেই যেন থামা নেই—গড়িয়ে চলছি অনবরত! পুনশ্চ: এখানেই শেষ নয়… আরও খবর শিগগিরই আসছে।’

ছোট পর্দা থেকে রাহুলের যাত্রা শুরু। একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাক লাগিয়েছেন নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এও। আপাতত তাঁর হাতে আকর্ষণীয় সব কাজ।