জীবনের এক সু্ন্দর অধ্যায় উপভোগ করছেন রাহুল দেব বসু। আপাতত তুমুল কর্মব্যস্ততার মধ্যেই অভিনেতার দিনযাপন। একের পর এক শুট, প্রস্তুতি, সেট থেকে সেটে ছুটে যাওয়া আর ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাকের মধ্যেই কেটে যাচ্ছে সময়।

ধারাবাহিকের পরিচিত মুখ রাহুল। তবে নিজেকে চিরাচরিত ছকে মোটেই আটকে রাখতে চান না সাংবাদিকতার ছাত্র। তাই কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি। আরব সাগরের তীরে নোনা হাওয়া গায়ে লাগিয়ে নতুন সব কাজ করে তাক লাগিয়ে দিচ্ছেন। সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গেও। টেলিভিশনের বিজ্ঞাপনের শুট করছেন অভিনেতা। নামী পরিচালক থেকে জনপ্রিয় ব্র্যান্ড— কাজের তালিকা বেশ ঈর্ষণীয়। নেটমাধ্যমে একটি পোস্ট করে সেই সাফল্যের খতিয়ান তুলে ধরলেন তিনি।

সম্প্রতি পরিচালক অদ্বৈত চন্দনের সঙ্গে কাজ করেছেন রাহুল। যে পরিচালকের ঝুলিতে রয়েছে ‘সিক্রেট সুপারস্টার’, ‘লাল সিং চাড্ডা’র মতো ছবি, তাঁর পরিচালনায় নিজেকে পর্দায় মেলে ধরতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কলকাতার ছোটপর্দার জনপ্রিয় মুখ।

রাহুল লেখেন, ‘অদ্বৈত চন্দনের সঙ্গে কাজ করা থেকে শুরু করে হাউস অব র‍্যাপচার-এর দুর্দান্ত টিমের সঙ্গে নতুন অভিজ্ঞতা, আর মণীষ অ্যান্ড কো.-এর সঙ্গে প্রাণখোলা হাসিতে ভরা এক স্টিলশুট—এই পুরো টিভিসির যাত্রা নিয়ে আমার সত্যিই কোনও অভিযোগ নেই।’

মু্ম্বইয়ের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘শহরটা যেন প্রতিদিন আরও আপন হয়ে উঠছে—মানুষের আন্তরিকতা, ইন্ডাস্ট্রির সহকর্মীদের আমাকে আপন করে নেওয়া, এই সব কিছুই ভরিয়ে দিচ্ছে আনন্দে। বছরটা আমার কাছে সত্যিই স্বপ্নের মতো কাটছে। ভাবিনি কখনও এই শহরের পথে এভাবে ছুটব, আর একবার শুরু করতেই যেন থামা নেই—গড়িয়ে চলছি অনবরত!
পুনশ্চ: এখানেই শেষ নয়… আরও খবর শিগগিরই আসছে।’

নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যায় রাহুলকে। তাঁর বিপরীতে ছিলেন চিত্রাঙ্গদা সিং। তাবড় সব তারকাদের মাঝে স্বল্প পরিসরে অভিনয় দক্ষতা দিয়ে নজর কেড়েছেন বাঙালি অভিনেতা।

টেলিভিশন, ওয়েব সিরিজ বা ছবি—সব মাধ্যমেই সমান দক্ষতায় কাজ করে চলেছেন রাহুল। কেরিয়ারের প্রথম দিকে তিনি ‘স্ত্রী’  ধারাবাহিকে ‘ভিকি দেব’ চরিত্রে নজর কাড়েন। এরপর ‘আলোর ঠিকানা’, ‘বাজলো তোমার আলোর বেণু’  এবং ‘কী করে বলব তোমায় ‘-এর হাত ধরে জনপ্রিয়তা পান।

অরিত্র সেনের ‘শহরের উষ্ণতম দিনে ’ ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেন রাহুল। পাশাপাশি সৃজিক মুখোপাধ্যায়ের ‘পদাতিক ’ছবিতে তরুণ অমিতাভ বচ্চনের ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। যা তাঁর অভিনয়জীবনের এক উল্লেখযোগ্য অভিজ্ঞতা। এছাড়াও অভিনেতার ঝুলিতে আছে একাধিক ওয়েব সিরিজ।

সম্প্রতি একটি মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন রাহুল। সঙ্গী প্রেমিকা দেবাদৃতা বসু। গানের নাম ‘কবেকার চেনা’। গেয়েছেন মহম্মদ ইরফান। সুর দিয়েছেন সুব্রত বারিশওয়ালা। কম্পোজিশনের দায়িত্বে রূপক তিওয়ারি। প্রেমের পরতে পরতে জড়িয়ে থাকা আবেগই এই গানের প্রাণ। রাহুল-দেবাদৃতার সমীকরণ উপরি পাওনা। আরও একবার হাতে হাত, চোখে চোখ রেখে পর্দায় মুগ্ধতা ছড়াবেন তাঁরা।
রাহুলের কথায়, “নামেই লুকিয়ে আছে গানের নির্যাস। দু’জন মানুষ একে অপরকে এতটাই ভালবাসে যে, তাদের একে অপরের চেয়ে বেশি আর কেউ চিনতে পারে না। তাদের মধ্যে একটা নির্ভরশীলতা তৈরি হয়। ভালবাসা তৈরি হয়। সেই বন্ধুত্ব, ভালবাসা, নির্ভরশীলতা এমন একটা জায়গায় চলে যায়, যেখানে মৃত্যুও আর তাদের আলাদা করতে পারে না। এটাই হচ্ছে এই গানের থিম। ‘রবে নীরবে’ ছিল বিচ্ছেদ নিয়ে। ‘কবেকার চেনা’ হচ্ছে এমন ভালবাসা নিয়ে যা সময়কে অতিক্রম করে যায়।”