নিজস্ব সংবাদদাতা: টলিউডের 'ইন্ডাস্ট্রি' অর্থাৎ সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (মিশুক) টলিউডের প্রত্যেকের খুব কাছের একজন মানুষ। এদিন দেবকে নিয়ে এমন একটি কথা বললেন মিশুক, যা শুনে অনেকেই অবাক। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথম থেকেই নাকি জানতেন এই কথা। 

 

এদিন 'খাদান' দেখতে এলেন টলি তারকারা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, শতাব্দী রায়, রূপা গাঙ্গুলী, টোটা রায়চৌধুরী সহ একাধিক তারকারা। ছবি দেখতে হাজির ছিলেন তৃষাণজিৎও। সিনেমা শেষ হওয়ার পর যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় কেমন লাগল ছবি, বিন্দুমাত্র অপেক্ষা না করে তৃষাণজিৎ বলেন, "শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, 'খাদান' দারুণ লেগেছে এবং এভাবেই সব বাংলা ছবি এগিয়ে যাক। তাহলে বাংলা ছবি দেখতে আসবেন দর্শক।"

 


অনেকের মতোই দেবের অনুরাগী তৃষাণজিৎ। যদি এই কথা এর আগেও একাধিকবার জানিয়েছেন বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই নাকি দেবের ভক্ত মিশুক, বড় হয়েও তা একেবারেই বদলায়নি। তাই ক্যামেরার সামনে অকপটে বলে দিতে পারেন তিনি 'দেবদার ভক্ত'। বাবা-ছেলে এদিন একসঙ্গে হলে বসে দেখলেন 'খাদান'। এমনকী দেবকে এই ছবি তৈরির জন্য ধন্যবাদ জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের এইভাবে ঘুরে দাঁড়ানোর প্রয়োজন ছিল তা যেন মেনে নিলেন 'ইন্ডাস্ট্রি' নিজেও।