দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রানিমুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘মারদানি ৩’। মুক্তির ঠিক আগে ছবির টিম ও রানির জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন খোদ বাংলা ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগেও কিয়ারা আদবানি, আলিয়া ভাট-সহ একাধিক বলিউড তারকা প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন রানিকে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরিতে একটি পোস্টের মাধ্যমে প্রসেনজিৎ লেখেন,“রানি এবং ‘মর্দানি ৩’-এর গোটা টিমকে আমার শুভেচ্ছা। এই শক্তিশালী যাত্রা আরও উচ্চতায় পৌঁছাক।”প্রসেনজিতের এই বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।

মুক্তির আগেই ‘মর্দানি ৩’ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। নারী নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে উঠে এসেছে আরও এক ভয়াবহ ও বাস্তব সমস্যা। এবার ছবিটি আলোকপাত করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮-৯ বছরের ছোট মেয়েদের অপহরণ এবং তার পেছনের ভয়ংকর চক্রের উপর।
‘মর্দানি ৩’-এ ফের শিবানি শিবাজি রায়ের চরিত্রে রানি মুখোপাধ্যায়। এবার তিনি যোগ দিচ্ছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-তে। তাঁর হাতে আসে দুই নাবালিকা মেয়ের অপহরণের একটি মামলা। তদন্ত যত এগোয়, ততই উন্মোচিত হয় আরও গভীর ও ভয়াবহ ষড়যন্ত্র। ট্রেলারে দেখা যায়, ‘আম্মা’ নামে এক বৃদ্ধা মহিলার নেতৃত্বে চলছে দেশজুড়ে বিস্তৃত মানব পাচার চক্র। এই চরিত্রে অভিনয় করেছেন মল্লিকা প্রসাদ। বিভিন্ন রাজ্য থেকে মেয়েদের ১০ লক্ষ টাকা দরে কেনা, অচেতন করে রাখা এবং পরিকল্পিতভাবে শোষণের দৃশ্য ট্রেলারে দর্শকের গা শিউরে উঠেছে।প্রথমে যা শুধুই পাচারচক্র বলে মনে হয়, পরে তা গিয়ে মেশে একটি সুসংগঠিত ভিক্ষুক মাফিয়া নেটওয়ার্কে। হাসপাতালের বেডে এক উদ্ধার হওয়া শিশুর রক্ত কাশার দৃশ্য ছবির সবচেয়ে নাড়া দেওয়া মুহূর্তগুলোর একটি যা শারীরিক ও মানসিক অত্যাচারের ভয়াবহতা আরও স্পষ্ট করে।
পরিচালক অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজক আদিত্য চোপড়া-র হাত ধরে ‘মর্দানি ৩’ বজায় রেখেছে ফ্র্যাঞ্চাইজির সামাজিক দায়বদ্ধতার ঐতিহ্য। যেখানে প্রথম ‘মর্দানি’ মানুষ পাচারের অন্ধকার জগত তুলে ধরেছিল, আর ‘মর্দানি ২’ দেখিয়েছিল এক সিরিয়াল অপরাধীর বিকৃত মানসিকতা। সেখানে ‘মর্দানি ৩’ সমাজের আরেকটি নিষ্ঠুর বাস্তবতাকে সামনে আনছে। উল্লেখযোগ্যভাবে, ‘মর্দানি’ ভারতের একমাত্র সফল নারী-কেন্দ্রিক কপ ফ্র্যাঞ্চাইজি, এবং একই সঙ্গে দেশের একমাত্র হিট মহিলা-নেতৃত্বাধীন পুলিশ সিরিজ।
‘মর্দানি ৩’ শুধুই আরেকটি ছবি নয়, এটি রানি মুখোপাধ্যায়ের ৩০ বছরের অভিনয়জীবনের এক ঐতিহাসিক মাইলস্টোন। এই উপলক্ষে গোটা চলচ্চিত্র জগৎ একযোগে তাঁর কাজ ও অবদানকে উদযাপন করছে। আগামী ৩০ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মর্দানি ৩’। সামাজিকভাবে প্রাসঙ্গিক, সাহসী এবং নাড়া দেওয়া এই ছবি আবারও ‘শিবানি শিবাজি রায়’-এর লড়াইকে বড় পর্দায় ফিরিয়ে আনতে প্রস্তুত।
