সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত'-এর চতুর্থ সিজন। দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে নতুন এই সিজন। এবার 'প্রধানজি'র সঙ্গে নিজের নতুন ছবির ওটিটি মুক্তির প্রচার সারলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ বৃহস্পতিবার প্রিয়াঙ্কা ও 'প্রধানজি' ওরফে রঘুবীর যাদবের একটি ভিডিও প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে।
সেখানে প্রিয়াঙ্কা-রঘুবীরকে দেখা গিয়েছে একে অপরের সঙ্গে তাঁদের নতুন কাজ নিয়ে কথা বলতে৷ রঘুবীরকে দেখ যায় প্রিয়াঙ্কার নতুন কাজ 'হেডস অফ স্টেট' ছবির প্রশংসাও করতে৷ এদিকে, ভিডিও কলে প্রধানজির কাছে প্রিয়াঙ্কার আক্ষেপ, "নিউ ইয়র্কে তো লাউ-ই পাওয়া যায় না, আপনি প্লিজ ফুলেরা থেকে কিছু লাউ এখানে পাঠিয়ে দিন না।" শুধু তাই নয়, প্রধানজি ফুলেরা থেকে লাউ পাঠাতে রাজি হওয়ায় প্রিয়াঙ্কার মুখে 'পঞ্চায়েত ৪'-এর জনপ্রিয় সংলাপ- "দেখ রাহা হ্যায় বিনোদ..., আমার জন্য ফুলেরা থেকে লাউ আসছে।" রঘুবীর আবার 'দেশি গার্ল'কে প্রতিশ্রুতিও দিলেন, প্রিয়াঙ্কা তাঁর নিউ ইয়র্কের বাড়ির ঠিকানা পাঠালেই তিনি ফুলেরা থেকে লাউ পাঠিয়ে দেবেন সচিবজিকে বলে। তাঁদের এই কথোপকথন এখন ভাইরাল নেটপাড়ায়।
আরও পড়ুন: বিয়ে না করেই মা হতে চান শ্রুতি! কীভাবে? কমল হাসান-কন্যার কথা শুনে চোখ কপালে উঠবে!
প্রসঙ্গত, টানা তিনটি সুপারহিট সিজনের পর, ‘পঞ্চায়েত’ এখন দর্শকদের একেবারে প্রিয় সিরিজে পরিণত হয়েছে। এই সিরিজের পাঁচ বছর পূর্তি উপলক্ষে নির্মাতারা নিয়ে এসেছেন এর চতুর্থ সিজন। এই পর্বে এবার ফুলেরা গ্রামে নির্বাচনের পরিবেশ। ভূষণ, যার বিরুদ্ধে কিনা গ্রামে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে, সেই এবার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের প্রধানজির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ভোটযুদ্ধে দু'জনই ব্যাপক প্রতিদ্বন্দ্বি। বড় লড়াইয়ের মরশুম ফুলেরায়। এদিকে, ঘোষণা হয়েছে এই সিরিজের আগামী অর্থাৎ পঞ্চম সিজনেরও।

জানা যাচ্ছে, আগামী সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিনোদকে। তবে এই ইঙ্গিতও দেওয়া রয়েছে যে মঞ্জু দেবী আর ক্রান্তি দেবীর দলের মধ্যে মিল হয়ে যেতে পারে। আর সেই মিল হয়ে যাওয়ার প্রধান কান্ডারি হতে পারে বিনোদ। তবে বিষয়টা একেবারেই এতটা সোজা হবে না বলে মনে করছেন অনুরাগীরা। কারণ সদ্যই অভিনেত্রী নীনা গুপ্তা মুম্বই সংবাদমাধ্যমকে ইঙ্গিত দিয়েছেন, 'পঞ্চায়েত ৫'-এ আরও অনেক চমক রয়েছে। পাশাপাশি এখনও এই উত্তর পাওয়া যায়নি যে, প্রধানজী অর্থাৎ ব্রিজভূষণকে গুলি করেছে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই 'পঞ্চায়েত ৫'-এর চিত্রনাট্য ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি এই সিজনের শুটিংও শুরু হয়ে যাবে। তবে এখন বর্ষা চলছে শহরে। বর্ষা পেরোলেই শুটিং শুরু হয়ে যাবে গ্রামে। অনুরাগীরাও অধীর অপেক্ষায় রয়েছেন এই সিজনের।
এবার কি পরিণতি পাবে রিঙ্কি ও সচিবজির প্রেম? এর উত্তরের অপেক্ষায় দিন গুনছে দর্শক মহল। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে 'রিঙ্কি' ওরফে সানভিকা বলেছেন, "আমি চাই, এবার সচিব আর রিঙ্কির বিয়ে হোক। খুবই ধীর গতিতে ওদের প্রেমটা এগোচ্ছে। এবার ওদের বিয়ে করিয়ে দেওয়া উচিত। আর আগে যদি অন্যান্য সিজন হয়, তাহলে দেখানো উচিত বিয়ের পরে রিঙ্কি আর সচিব ঠিক কী কী সমস্যায় পড়ছে।"
