সংবাদ সংস্থা মুম্বই: “স্যার, আমি সিনেমাটা করব”— স্রেফ একটা ফোন কল, আর বদলে গেল ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ। অবশেষে নিজের সিদ্ধান্ত বদলে, ক্ষমা চেয়ে ‘বাবুরাও’ ওরফে পরেশ রাওয়াল ফিরছেন তাঁর জনপ্রিয় চরিত্রে। এই খবর শুধু একটি কাস্টিং আপডেট নয়, বরং এক আবেগময় পুনর্মিলন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরিচালক প্রিয়দর্শন ও তাঁর তিনজন কালজয়ী কমেডি চরিত্র রাজু-শ্যাম-বাবুরাও।

 

কয়েক মাস আগেই পরেশ রাওয়াল জানিয়েছিলেন যে তিনি আর ‘হেরা ফেরি ৩’-র অংশ থাকছেন না। তাঁর কথায়— “এই ছবি আমি এই মুহূর্তে করতে চাই না।” বর্ষীয়ান অভিনেত্রীর এই ঘোষণার পরেই ভেঙে পড়ে অনুরাগীদের মন। অনেকে তো সমাজমাধ্যমে বলেই দেন— “বাবুরাও ছাড়া হেরা ফেরি? সেটা তো পনির ছাড়া পনির বাটার মশলা!”

 

এমনকী, অক্ষয় কুমার (যিনি এই ছবির সহ-প্রযোজক) পরেশ রাওয়ালের হঠাৎ সরে দাঁড়ানো নিয়ে আইনি পদক্ষেপও নিয়েছিলেন। হেরা ফেরি ৩ অবস্থা পৌঁছেছিল প্রায় অচল অবস্থায়। এমতাবস্থায় পরেশ রাওয়ালের নাটকীয় প্রত্যাবর্তন ‘হেরা ফেরি ৩’ ছবিতে! 
সম্প্রতি, এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন— “পরেশ আমাকে ফোন করে বলল, ‘স্যার, আমি সিনেমাটা করছি’। আমি তো শুনে হতবাক! ও বলল, ‘আমি আপনার প্রতি চিরকাল শ্রদ্ধাশীল ছিলাম। আমরা একসঙ্গে ২৬টা ছবি করেছি। আমি ক্ষমা চাইছি...আমার  কিছু ব্যক্তিগত সমস্যা ছিল।’” প্রিয়দর্শন আরও জানান, অক্ষয়, সুনীল আর পরেশ একসঙ্গে বসে শান্তিপূর্ণভাবে সবকিছু মিটিয়ে নিয়েছেন।

 


‘হেরা ফেরি ৩’ সম্পর্কিত এক অভাবনীয় ঘটনা শেয়ার করেন প্রিয়দর্শন— “একটি বিমানে আমার পাশের আসনে বসেছিলেন এক হিরে ব্যবসায়ী। একথা সেকথার পর হঠাৎ সেই হিরে  ব্যবসায়ী আর তাঁর পরিবার বলল—‘দয়া করে বাবুরাওকে ফিরিয়ে আনুন। ওকে ছাড়া আমরা ছবিটা দেখব না।’” এই ঘটনাই বুঝিয়ে দেয়, এই চরিত্র কতটা গভীরভাবে গেঁথে আছে ভারতীয় দর্শকের মনে।

 

কথাশেষে প্রিয়দর্শন যোগ করেন— “আমি জানি, আমি ‘হেরা ফেরি’ (২০০০)-র মানদণ্ড পেরোতে পারব না  ‘হেরা ফেরি ৩’ ছবির মাধ্যমে। দ্বিতীয় পার্টটা (ফির হেরা ফেরি, ২০০৬) ছিল খুব বাজে। একটা হলিউড ছবি থেকে টুকলি করা। কিন্তু এবার আমি চেষ্টা করব, পুরনো ম্যাজিকটা ফিরিয়ে আনতে।” 

 

 অন্যদিকে, এই ছবিতে ফেরা প্রসঙ্গে এক পডকাস্টে হালকাভাবেই পরেশ রাওয়াল বলেছেন—“...শুধু একটু নিজেকে ফাইন-টিউন করতে হচ্ছিল। ওরা সবাই—অক্ষয়, সুনীল, প্রিয়দর্শন—অনেক বছরের বন্ধু।” আর এই বন্ধুত্বই বোধহয় ফিরিয়ে আনতে চলেছে বলিউডের সবচেয়ে প্রিয় কমেডি ত্রয়ীকে।