টলিপাড়ায় গুঞ্জন রয়েছে প্রেম করছেন অভিনেতা প্রতীক সেন ও অভিনেত্রী সোনামণি সাহা। তবে আর লুকিয়ে প্রেম নয়, সরাসরি নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি এখন সমাজমাধ্যমে প্রকাশ্যে আনেন সোনামণি সাহা ও প্রতীক সেন। তবে কি খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন এই জুটি? অনেকেই ভাবতে শুরু করেছেন তেমন কথা। তবে এই জুটির মধ্যে শুধুই যে প্রেম এমনটা নয়, অনেক বিরহ-বেদনা, মান-অভিমানের পালা পেরিয়ে অবশেষে একসঙ্গে অনুরাগীদের প্রিয় 'সোনাতিক' জুটি।
বর্তমানে প্রতীক এবং সোনামণি দু'জনেই এখন ভিন্ন ধারাবাহিকে ব্যস্ত। এখন জি বাংলার 'দাদামণি' রূপে দর্শকের মন জয় করছেন প্রতীক।অন্যদিকে, স্টার চলছে সোনামনির 'শুভ বিবাহ'। কিন্তু হাতে একটু সময় পেলেই একসঙ্গে সময় কাটাতে চলে যান দু'জন। এখন আর রাখঢাক বাদ দিয়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিজেদের ভাল থাকার মুহূর্ত। একটু ছুটি পেলেই কখনও রেস্তোরাঁ, কখনও আবার একে অপরের পরিবারের সঙ্গেও সময় কাটান জুটিতে।

প্রতীকের মায়ের সঙ্গেও দারুণ সম্পর্ক সোনামণির। একসঙ্গে অভিনেত্রী অঞ্জনা বসুর বাড়ির জগদ্ধাত্রী পুজোয় এসেছিলেন তাঁরা। প্রতীকের মায়ের হাত ধরে অঞ্জনা বসুর বাড়িতে ঢোকেন সোনামণি। প্রতীকের মা জানান, প্রতি বছরের মতোই সন্ধেবেলায় সাজগোজ করিয়ে তাঁকে অঞ্জনার বাড়িতে নিয়ে এসেছেন সোনামণি। তিনি আরও বলেন, "ভীষণ মিষ্টি মেয়ে সোনামণি। মিষ্টি মেয়ে তো অনেক আছে। ও স্পেশাল আমার কাছে। তাই তো সঙ্গে আছি।"
এই কথাতেই প্রতীক সেনের মা বুঝিয়ে দেন যে, বাকি পাঁচজন অভিনেত্রীর মতো সোনামণির সঙ্গে তাঁর ছেলের সম্পর্ক নয়। অভিনেত্রীর সঙ্গে যে তাঁদের পরিবারের বন্ধন পাকা হতে চলেছে তাও বুঝিয়ে দিলেন তিনি। এদিকে লজ্জায় লাল হয়ে যেতে দেখা গেল সোনামণিকেও। তাঁর কথায়, "আমাদের সব বিষয়ে আলোচনা হয়। আমি যদি কিছু ভুল করি আমায় বলে দেন। ফোনে সব সময় নানা বিষয়ে আলোচনা করি।" কথায় কথায় সোনামণিও বুঝিয়ে দেন যে, আস্তে আস্তে প্রতীকের পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত হয়ে উঠছে।
প্রসঙ্গত, স্টার জলসায় 'মোহর' ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন প্রতীক ও সোনামণি। শুটিং ফ্লোর থেকেই একে অপরের প্রেমে পড়েন দু'জন। যদিও মাঝে একে অপরের থেকে দূরে সরে ছিলেন। তবে চলতি বছরেই মান-অভিমানের পালা মিটিয়ে আবারও কাছাকাছি এসেছেন প্রতীক-সোনামণি।
