২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার দুই চেনা মুখ, অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিয়ের মাত্র ৩ বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্য জীবনে ইতি টানছেন এই তারকা জুটি। বিচ্ছেদের পরও অঙ্কিতার সঙ্গে তাঁর কেমন সম্পর্ক থাকবে সেই বিষয়ে মুখ খুললেন প্রান্তিক।
আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়টা অকপটে স্বীকার করে প্রান্তিক বন্দ্যোপাধ্যায় জানান, "যে প্রশ্নের উত্তর আছে, সেটা তো দেওয়াই যায়। এখানে লুকানোর তো কিছু নেই।" এতদিনের বন্ধুত্ব, তারপর বৈবাহিক জীবন... এখন বিচ্ছেদ। অঙ্কিতার সঙ্গে সম্পর্ক থাকবে কিনা জানতে চাইলে অভিনেতা বলেন, "নাম পাল্টায়, সম্পর্ক পাল্টায় নাকি! সম্পর্ক সবসময় থাকে। আমরা নামের পরিচিতি পাল্টাতে থাকি। আজ এ বন্ধু হয়েছে, কাল সে কাছের বন্ধু হয়েছে, তারপর সে আরও বেশি ভাল বন্ধু হয়েছে, আর শেষে ছেলেটা একদম ভাল ছিল না... এই চারটে জিনিস আমরা এক মুহূর্তে বলে দিই। বন্ধুত্ব একটা বিশাল জায়গা। যখনই সেটাকে একটা সম্পর্কের নাম দেবে, তখনই সেটা একটা বাড়তি দায়িত্ব হয়ে যায়। ধরুন, আজ আপনার দাদা বিয়ে করলেন। যে বাড়িতে এল, তিনি আপনার সমবয়সী। তাঁকে যদি বন্ধু হিসেবে চিনতেন, সম্পর্ক আলাদা হতো, কিন্তু যেই বৌদি ডাকলেন... অমনি সম্পর্ক বদলে গেল। সম্পর্ক নামে এত পাল্টে যায়, সেটাই পাল্টেছে আসলে। আগে একবার বদলেছিল, আবার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে।"
প্রসঙ্গত প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কিতা চক্রবর্তী ২০২২ সালের এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধেন। তবে শহরে নয়। বরং পাহাড়ে। নিকট বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের। উপস্থিত ছিলেন সোহিনী সরকার, প্রমুখ।
প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে আগামীতে 'রাপ্পা রায় ফুল স্টপ ডট কম' ছবিতে দেখা যাবে। এটি একটি অ্যাডভেঞ্চার, থ্রিলার ছবি। মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্পণ ঘোষাল, অলিভিয়া সরকার, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রমুখ।
