সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানেই গনগনে বিতর্ক, সাহস আর বিস্ফোরক সব ব্যাপার। আর এবার তাঁর নতুন ছবি ‘স্পিরিট’-এর টিজারেও সেই ধারা অব্যাহত। ‘ভারতের সবথেকে বড় তারকা’ প্রভাসকে কেন্দ্র করে তৈরি এই ছবির সদ্য প্রকাশিত অডিও টিজারে এখন তোলপাড় নেটদুনিয়া।
টিজারে প্রভাস আর প্রবীণ অভিনেতা প্রকাশ রাজের ভয়েসওভারেই আঁচ পাওয়া যাচ্ছে এক বিস্ফোরক মুখোমুখির। প্রকাশ রাজের চরিত্রে থাকা জেল সুপারিন্টেন্ডেন্টকে শোনা যায় সহকারীকে নির্দেশ দিতে -“ওর কাপড় খুলে নাও।” আর এই একটা সংলাপেই দাবানলের আগুন লেগেছে ইন্টারনেটে!
তাহলে কি ছবিতে প্রভাসের নগ্ন দৃশ্যের ইঙ্গিত দেওয়া হল এইভাবেই? এই প্রশ্নের জবাব খুঁজতে উত্তাল নেটদুনিয়া! প্রভাসের জন্মদিনে (অক্টোবর ২৩) প্রকাশ পেয়েছে এই এক মিনিটের টিজার। পাঁচ-পাঁচটি ভাষায়। সেখানে এক প্রাক্তন পুলিশ অফিসারকে আনা হচ্ছে। জেলর তাঁর সহকারীকে বলেন, শৃঙ্খলা বজায় রাখো, কিন্তু পরমুহূর্তেই শোনা যায় সেই বিস্ফোরক নির্দেশ, “ ওর কাপড় খোলো!”
এই সংলাপ ঘিরেই এখন জল্পনার ঝড়, প্রভাস কি তবে নগ্ন দৃশ্যে অভিনয় করতে চলেছেন?
দক্ষিণে অবশ্য ফিসফাস শুরু হয়ে গিয়েছে, ছবিতে নাকি সাহসী এক দৃশ্য থাকছে যেখানে প্রভাসকে দেখা যেতে পারে একদম নতুন আঙ্গিকে। তবে সেটি কতটা ‘বোল্ড’ হবে, আর কেমনভাবে পর্দায় ধরা পড়বে, তা নিয়ে এখনই মুখ খোলেননি পরিচালক বা অভিনেতা কেউই।
প্রসঙ্গত, ‘অ্যানিমাল’ ছবির স্মৃতিও টেনে আনল 'স্পিরি'ট-এর এই টিজার। এই ভিডিও প্রকাশের পর থেকেই তুলনা শুরু হয়ে গিয়েছে সন্দীপ ভাঙ্গার আগের হিট ছবি ‘অ্যানিমাল’-এর সঙ্গে। রণবীর কাপুরকে নিয়েও সেই ছবিতে এক নগ্ন দৃশ্য নিয়ে কম চর্চা হয়নি। তাই দর্শকের ধারণা, ‘স্পিরিট’-এও হয়তো তেমনই কিছু চমক থাকছে।
দর্শক তাই বিভক্ত, কিন্তু উত্তেজনা তুঙ্গে। কেউ বলছেন, “অবশেষে প্রভাসের সাহসী রূপ দেখতে চলেছি।” আবার কেউ কটাক্ষ করছেন, “ডিজিটাল এফেক্টে তৈরি হবে, আসল কিছুই থাকবে না।”
তবে একথা নিশ্চিত, ‘স্পিরিট’ নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পাহাড়প্রমাণ কৌতূহল।
