সংবাদ সংস্থা মুম্বই: বলিউড-তারকাদের বাড়িতে যেন চুরি-ডাকাতির হিড়িক পড়ে গিয়েছে। সইফ আলি খানের বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনা এখনও টাটকা। সেসবের মধ্যেই জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতমের স্টুডিও থেকে ৪০ লক্ষ নগদ টাকা চুরি করে চম্পট দিল চোর। অভিযোগের তীর প্রীতমের-ই এক সহযোগীর দিকে! অভিযুক্ত ৩২ বছর বয়সী আশিষ সিয়াল। ইতিমধ্যেই মুম্বইয়ের মালাড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রীতম চক্রবর্তী। জোরকদমে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি এক প্রযোজনা সংস্থার তরফে প্রীতম চক্রবর্তীর মিউজিক স্টুডিও ‘ইউনিমিউজ রেকর্ডস প্রাইভেট লিমিটেড’-এ যান। প্রীতমের ম্যানেজার বিনীত ছেডাকে ৪০ লক্ষ টাকা নগদ-সহ একটা ব্যাগ দেন। সেই সময়ে স্টুডিওতে বিনীত ছাড়াও হাজির ছিলেন পরিচালক আহমেদ খান, কমল দিশা এবং ওই স্টুডিওর কর্মী আশিস সিয়াল। প্রীতমের ম্যানেজার বিনীতের দাবি, ওই টাকা তিনি স্টুডিওতে রেখে চলে গিয়েছিলেন প্রীতমের বাড়ি। কারণ কাগজপত্রে সইসাবুদের ব্যাপার ছিল। প্রীতমের ফ্ল্যাট ওই একই আবাসনের অন্য প্রান্তে। স্টুডিওতে ফিরে আর ব্যাগটি খুঁজে না পেয়ে অন্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। জানা যায়, আশিষ সিয়াল ওই ব্যাগটি হাতে নিয়ে বেরিয়ে গিয়েছে। স্টুডিওর অন্য কর্মীরা জানিয়েছেন, আশিষ তাঁদের বলেছিলেন ওই ব্যাগ নিয়ে তিনি প্রীতমের ঘরে যাচ্ছেন। তারপর থেকেই আশিসের আর কোনও পাত্তা নেই। ফোনেও পাওয়া যায়নি তাঁকে। প্রীতম জানিয়েছেন আশিষের সঙ্গে বহু বছর কাজ করেছেন তিনি। সেই সুবাদে আশিষের তরফে উত্তর আসার সাত দিন অপেক্ষা করেছিলেন তিনি। শেষমেশ না মেলায়, পুলিশের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের জন্য একটি দল তৈরি করেছে মুম্বই পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
