সংবাদ সংস্থা মুম্বই: ভয়াবহ অগ্নিকাণ্ড সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের আবাসনে। ছড়িয়ে পড়েছে ভিডিও। তাতে বিল্ডিংয়ের একাংশ দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। দুর্ঘটনায় ওই আবাসনের এক বৃদ্ধের প্রাণহানি হয়েছে, তাঁর নাম রাহুল মিশ্র। জরুরি বিভাগে চিকিৎসা শুরু করেও শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে গুরুতর জখম হওয়ার পরে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অন্য এক আবাসিককে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে। গতকাল-ই জানা গিয়েছিল, সুরক্ষিত রয়েছেন উদিত নারায়ণ ও তাঁর গোটা পরিবার। 

মুম্বইয়ে অন্ধেরি ওয়েস্টের ওই আবাসনের ‘এ’ বিভাগে তাঁর ফ্ল্যাট। আগুন লেগেছিল ‘বি’ বিভাগে। সঙ্গীতশিল্পী জানান, সোমবার রাত নটা নাগাদ আগুন লাগার খবর পান তিনি। সঙ্গে সকলে মিলে আবাসনের নিচে নেমে আসেন। ঘণ্টা কয়েক পরে আগুন নেভার খবর পাওয়ার পর বাকি আবাসিকদের সঙ্গে ফ্ল্যাটে ফেরেন শিল্পী । এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ উদিত নারায়ণ। জানালেন, গত সোমবার রাট ১০টা নাগাদ আগুন লাগে ওই আবাসনে। এরপর তা দ্রুত ছড়াতে থাকে। শেষমেশ দমকল কর্মীদের বহু চেষ্টার পর রাত ২টো নাগাদ সেই আগুন নিয়ন্ত্রণে আসে। উদিত নারায়ণ নিজেও জানিয়েছেন সেকথা। আরও বললেন, “আমি থাকি আবাসনের ‘এ’ বিভাগের ১১ তলায়। আগুন লেগেছিল ‘বি’ বিভাগে। তা হওয়ামাত্রই গোটা পরিবারকে নিয়ে নীচে নেমে আসি। এবং নীচে প্রায় চার ঘন্টার মতো দাঁড়িয়ে ছিলাম। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর ছিল, যেকোনও সময় বড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। ঈশ্বরের আশীর্বাদ, ভয়ঙ্কর কিছু হয়নি।”  

“এই ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছে। এইমুহূর্তে মানসিকভাবে বিধ্বস্ত। সময় লাগবে এই অবস্থা কাটিয়ে উঠতে। যখন এমন কোনও পরিস্থিতির কথা শুনি মনখারাপ হয়ে যায় কিন্তু যখন নিজে এরকম পরিস্থিতিতে আটকে পড়ি, তখন বুঝতে পারি ব্যাপারটি কতটা ভয়ঙ্কর।”