সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে ফিজিক্যাল ট্রান্সফর্মেশন-এ অন্যতম অগ্রণী তিনি। ছবির স্বার্থে যতবার তিনি এই ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে গিয়েছেন ততবার তো সফল হয়েইছেন, দর্শকও হাঁ হয়ে গিয়েছেন। মুগ্ধতায়, বিস্ময়ে। এমনকি ছবির স্বার্থে অথবা ছবির প্রচারের স্বার্থে যখন রূপটান নিয়ে ছদ্মবেশ ধারণ করেন, সেটিও এমন নিখুঁত হয় যে তখন কে তাঁকে দেখে বলবেন তিনি-ই বলি-তারকা আমির খান। সম্প্রতি, ফের এমন কাণ্ড ঘটালেন আমির। এবার আর সাধারণ, ছাপোষা মধ্যবিত্ত কোনও চরিত্র সেজে নয়, বরং গুহামানব সেজে হেঁটেচলে বেড়ালেন, খানিক পাগলামো-ও করলেন মুম্বইয়ের মানুষ, গাড়ি ভিড় ঠাসা রাস্তায়। তাও দিনেরবেলায়। অথচ কাকপক্ষীতেও টের পেল না আদতে কে এই ব্যক্তি। 

 

?ref_src=twsrc%5Etfw">January 29, 2025


সমাজমাধ্যমে আমিরের ধীরে ধীরে ‘গুহামানব’ সেজে ওঠার নানান ছবি ও একটি ভিডিও দেখে থ হয়ে গিয়েছে নেটপাড়া। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁধ ছাপানো অবিন্যস্ত, খানিক জটপাকানো চুল, বুক অবধি নেমে আসা ঘন কালো চাপদাড়ি, মোটা ভুরু, থ্যাবড়া নাকের অধিকারী এক ব্যক্তি আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। পরনে চামড়ার তৈরি পোশাক। কোমরে গোঁজা নকল ছুরি। কখনও কোনও দোকানের ভিতরে ঢুকে যাচ্ছেন তিনি, কখনও বা কোনও ঠেলা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছেন। রাস্তার কেউ কেউ তাঁর দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, অথচ সেই ‘গুহামানব’ আপনমনেই নিজের কাজ করে চলেছে। 

 

সেই ভিডিওর পরে কয়েকটি ছবির কোলাজ সমাজমাধ্যমে পোস্ট হয়েছে অন্য একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে, যাতে দেখা যাচ্ছে রূপটানের বিভিন্ন পর্যায় কীভাবে ধীরে ধীরে ‘গুহামানব’ হয়ে উঠছেন বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’। সেইসব ছবি ও ভিডিও দেখে যে থ হয়ে গিয়েছে নেটপাড়া, সেকথা বলার জন্য কোনও পুরস্কার নেই। তবে কেন এই কাণ্ড ঘটালেন আমির? নেটপাড়ার প্রশ্ন, “কোনও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য নয়তো?”