দু'বছর সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কথা'। এক বছর ১০ মাসের ঠিক মাথায় শেষবার ছোটপর্দায় দেখা যাবে সকলের প্রিয় জুটি কথা ও এভিকে। তবে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। পুজোর আগেই সম্ভবত ২৭ সেপ্টেম্বর হতে চলেছে কথার শেষ দিনের শুটিং। আগামী মাসের ১০ তারিখের মধ্যেই হবে শেষ টেলিকাস্ট। সাম্প্রতিক সময়ে জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকের পর অনস্ক্রিন জুটিকে নিয়ে দর্শকের উন্মাদনা শেষবার দেখা গিয়েছে 'কথা' ধারাবাহিকের ক্ষেত্রে। 

 

 


কথা ও এভি এই জুটিকে চোখে হারান দর্শকেরা। শুধু পর্দায় নয় বাস্তবেও সাহেব-সুস্মিতা জুটির জন্য দর্শকদের ভালবাসা ও উন্মাদনা এর আগে কোনও জুটির ক্ষেত্রে সেভাবে দেখা যায়নি। যেহেতু বাস্তবেও সাহেব ও সুস্মিতার সম্পর্ক দারুণ, তাই সেটাই পর্দায় দেখতে পেতেন দর্শক। কিন্তু দুঃসংবাদ, এই জুটিকে আর খুব বেশিদিন ছোটপর্দায় দেখতে পাবেন না দর্শক। 

 

সূত্রের খবর, পুজোর আগেই হতে চলেছে শেষ দিনের শুটিং এবং পুজোর পর দর্শক দেখতে পাবেন শেষ সম্প্রচার। যার শুরু আছে তার শেষ হতেই হবে, সেই নিয়ম মেনেই 'কথা'কেও একদিন শেষ হতেই হত। তবে ২ বছর সম্পূর্ণ হওয়ার আগেই যে এইভাবে শেষ হয়ে যাবে ধারাবাহিক, তা ভাবতে পারেননি অনেকেই। বিশেষ করে পুজো শুরুর আগে কথা অনুরাগীদের জন্য সত্যি এক দুঃস্বপ্নের মত। কারণ কথা ও এভি প্রত্যেক অনুরাগীর কাছে পরিবারের এক সদস্যের মতো। 

 

 

এই ধারাবাহিক থেকে সবচেয়ে বড় পাওয়া দর্শকের ভালবাসা- বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেই কথা বারবার বলেছেন সাহেব। তবে গল্প যেভাবে এগিয়েছে তাতে আর বিশেষ কিছু দেখানোর বাকি ছিল না এই ধারাবাহিকে। কারণ ইতিমধ্যেই দর্শক দেখেছেন কথা এভির সন্তানদের। এখন সেভাবেই এগোচ্ছে গল্প। এরপর দেখাতে হলে সন্তানদের বড় হওয়া দেখানো ছাড়া আর কোন রাস্তা ছিল না। 

 

আরও পড়ুন: বড়পর্দায় ফিরছে হিরণ-পায়েল জুটি? কার পরিচালনায় আসছে নতুন ছবি?

 


তবে অনেক ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে নতুন ভাবে। সেক্ষেত্রে কথাও কী জনপ্রিয়তার কারণে সেইভাবে শুরু হতে পারে আবার? তা এখনও বলা যাচ্ছে না। যেহেতু এই জুটির মধ্যে বাস্তবেও দারুণ বন্ধুত্ব ও দারুণ সম্পর্ক তাই নতুন করে কি আবার ছোটপর্দায় ফিরতে পারে কথা এভি? তা এখনও জানা যায়নি। তবে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে শেষ হওয়ার কথা নিশ্চিতভাবে জানানো না হলেও সূত্রের খবর ২৭ সেপ্টেম্বর শেষ দিনে শুটিং হতে চলেছে এই ধারাবাহিকের। সেই কারণে ধারাবাহিকের ব্যস্ততা এখন প্রচুর। 

 

 

এই ধারাবাহিকের মাধ্যমে বহু বছর পর আবার ছোটপর্দায় ফিরেছিলেন সাহেব। তবে ছোটপর্দায় ফিরে আক্ষেপ থাকেনি এই অভিনেতার। দর্শকের ভালবাসা যতটা পেয়েছেন, তা তাঁর কাছে অমূল্য সেই কথা বারবার স্বীকার করেছেন তিনি। তবে পুজোর পর থেকে দর্শকও মিস করতে চলেছেন এই জুটিকে। কারণ পর্দায় এই জুটির প্রেম-বন্ধুত্ব-ভালবাসা অন্যান্য জুটির থেকে একদম আলাদাভাবেই দেখানো হয়েছে প্রথম থেকে। সেই কারণে খুব অল্প সময়ে দর্শকদের পছন্দের হয়ে ওঠে এই ধারাবাহিক। তবে পরের দিকে টিআরপি তালিকা সেইভাবে জায়গা করতে পারছিল না কথা। সেই কারণেই কী হঠাৎ করে ধারাবাহিক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল?