নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির শুটিং নিয়ে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইর্স্টান ইন্ডিয়া সঙ্গে পরিচালকের জোর সমস্যা দেখা দিয়েছিল। এরপরেই গুঞ্জন ওঠে, ফেডারেশন কৌশিককে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে! শোনা যাচ্ছে, আগামী ২৭ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে কৌশিকের নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা। সেই মতো সেখানে ইউনিটের পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশনের সঙ্গে কলাকুশলী সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল বলে খবর। এবার সে সমস্যা পুরোপুরি মিটল। নতুন ছবির শুটিং শুরু করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর একথা নিজেই সমাজমাধ্যমে ঘোষণা করলেন কৌশিক স্বয়ং।

 

প্রসঙ্গত, গত বছর টলিপাড়ার পরিচালক বনাম ফেডারেশন তরজা চরমে উঠেছিল। ফেডারেশনের নীতি নির্ধারণ সংক্রান্ত একাধিক বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সাময়িক কর্মবিরতির পথে হেঁটেছিলেন পরিচালকেরা। পরিচালকদের সমর্থনে সেই সময় জোর গলায় মুখ খুলেছিলেন কৌশিক। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সমস্যার কথা কৌশিকের ছবি ঘিরে স্বীকার করে নিয়েছিলেন। তবে এবার সেসব সমস্যা মিটেছে। 

 

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন কৌশিক। সেখানে তাঁকে একটি 'ভাল খবর' বলতে শোনা গেল, “আপনারা নিশ্চয়ই জানেন, কিছু কারণে আমাদের নতুন ছবির শুটিং পিছিয়ে গিয়েছিল। সে সমস্যা মিটেছে। ফেডারেশন এবং টেকনিশিয়ান গিল্ডের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনায় এই সমস্যার সমাধান হয়েছে। আমাদের নতুন ছবির কাজ শুরু হতে চলেছে।”

 

 

কৌশিক আরও বলেন, “এই সমাধান সূত্র খুঁজতে গিয়ে একটি ব্যাপার লক্ষ্য করলাম যে আমার আগের বলা দু'একটি কথায় খুব দুঃখ পেয়েছিলেন কয়েকজন টেকনিশিয়ান। তাঁরা অভিমান করেছিলেন। এবং সেকথা তাঁরা আমাকে জানিয়েওছিলেন। আমিও তাঁদের বোঝানোর চেষ্টা করলাম কোন কারণে, কী পরিপ্রেক্ষিতে সেইসব মন্তব্য করেছিলাম। তাঁরা বুঝতে পেরেছেন। ফলে তাঁদের ও আমাদের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি যা ছিল, তা সমস্ত মিটে গিয়েছে। তাই, এটা বলতেও আনন্দ লাগছে বাংলা সেরা সেরা টেকনিশিয়ান ও কলাকুশলীরা যাঁরা রয়েছেন, তাঁদের সবাইকে নিয়েই এই নতুন ছবির কাজ শুরু করতে চলেছি। আর এটাই কিন্তু এই বছরের প্রথম বাংলা ছবির শুটিং। একজন সিনিয়র পরিচালক হিসাবে চাই এই বছর প্রচুর বাংলা ছবি তৈরি হোক, উন্নতি হোক ইন্ডাস্ট্রির, সমৃদ্ধ হোক ইন্ডাস্ট্রি।”