সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মহাকুম্ভে পুনম
১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ ২০২৫ , এবং অনেক বলিউড সেলিব্রিটি এবং রাজনীতিবিদ পবিত্র স্নান করতে প্রয়াগরাজে গিয়েছেন। সেই তালিকায় যোগ দিলেন পুনম পাণ্ডে। বিমানবন্দরে তাঁকে দেখা যেতেই নেটিজেনদের কটাক্ষের তির ধেয়ে এসেছে পুনমের দিকে। অনেকেই বলেছেন 'এবার পাপ ধুয়ে পুণ্য যাত্রায় পুনম।'
সইফ-কাণ্ডে মহিলা যোগ!
সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এবার নদিয়া থেকে গ্রেফতার হলেন এক মহিলা। সূত্রের খবর, সোমবার নদিয়ার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। অবশেষে চাপড়া অঞ্চল থেকে গ্রেফতার করা হয় এক মহিলাকে। পুলিশের দাবি, ধৃত ওই মহিলার সঙ্গে সইফের উপর হামলাকারীর যোগ রয়েছে। ওই মহিলার সাহায্যেই নাকি বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন সইফের হামলাকারী শরিফুল। ধৃত মহিলা মুর্শিদাবাদের আন্দুলিয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ধৃতকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
শাহিদকে অপমান বনশালির
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা শাহিদ কাপুর জানান, ২০১৯ সালের সুপারহিট ছবি 'কবির সিং' মুক্তির আগে তাকে কম গুরুত্ব দেওয়া হয়েছিল। শাহিদ কারও নাম না করলেও নেটিজেনরা অনেকেই অনুমান যে তিনি সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবত' ছবির সেটে তাঁর অভিজ্ঞতার কথাই নিশ্চয়ই বলছেন।
