সংবাদ সংস্থা, মুম্বই: নিজেরই বন্দুক থেকে গুলি লেগে জখম হয়েছেন অভিনেতা গোবিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অস্ত্রোপচার করে তারকার পা থেকে গুলি বের করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে জুহু থানার পুলিশ। কিন্তু কীভাবে নিজের বন্দুক থেকে গুলি লাগল? সূত্র মারফত খবর, গোবিন্দার বয়ানে সন্তুষ্ট হয়নি পুলিশ। 

মঙ্গলবার ভোরে কলকাতায় আসার জন্য রওনা হচ্ছিলেন বলিউড অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। ভোর ৪টে ৪৫ নাগাদ রিভলভার পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বেরিয়ে লাগে নায়কের পায়ে। এই ঘটনায় গোবিন্দার সঙ্গে কথা বলে মুম্বই পুলিশ। ঘটনাটি ঠিক কীভাবে হয়, সেই নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। পরে পুলিশ জানায়, গুলি লাগার ঘটনা নিয়ে গোবিন্দার কথা পুরোপুরি মানতে পারছে না তারা। তাই অভিনেতাকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। রেকর্ড করা হতে পারে বয়ান। 

এদিকে যে রিভলভার দিয়ে গুলি লেগেছিল, তা মঙ্গলবারই বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের খবর, গোবিন্দা জানিয়েছেন যে ওই বন্দুকটি ২০ বছর পুরনো। তিনি বেরোনোর আগে পরিষ্কার করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। যদিও হঠাৎ কীভাবে গুলি লাগল তা নিয়ে অভিনেতার বয়ানে পুলিশ সন্তুষ্ট হয়নি। পুলিশ জানিয়েছে, অভিনেতা মিথ্যে কথা বলছেন, এমনটা নয়। কিন্তু তাঁর কথায় কিছু অসঙ্গতি রয়েছে। ইতিমধ্যে গোবিন্দার মেয়ে টিনা আহুজাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বুধবার গোবিন্দার স্ত্রী সুনীতা জানিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে জেনারেল বেডে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোনা গিয়েছে, আট থেকে দশটি সেলাই পড়েছে গোবিন্দার পায়ে। অভিনেতা এখন অনেকটাই ভালো আছেন। তিনি নিজেও মঙ্গলবার অডিওবার্তা দিয়ে একথা জানিয়েছিলেন। বুধবার সুনীতা জানান, সারা দেশে গোবিন্দার জন্য প্রার্থনা হচ্ছে। সবার প্রার্থনার জোরেই অভিনেতা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।