রণবীর কাপুর কি তাঁর সমৃদ্ধ পারিবারিক ঐতিহ্য বহন করছেন? সম্প্রতি এই প্রশ্নটি তুলে বিতর্কের জন্ম দিয়েছেন প্রবীণ অভিনেতা ও নাট্যকার পীযূষ মিশ্র। একটি সাক্ষাৎকারে তিনি রণবীর কাপুরের অভিনয় এবং তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। পীযূষ মিশ্রের মতে, রণবীর কাপুর নাকি তাঁর পরিবার, অর্থাৎ ভারতীয় সিনেমার কিংবদন্তী কাপুর পরিবারের দ্বারা স্থাপিত নৈতিক এবং শৈল্পিক মানদণ্ডগুলি বজায় রাখতে পারেননি!
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পীযূষ মিশ্র অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি সরাসরি রণবীর কাপুরের দিকে আঙুল তুলে তাঁকে 'একদম বেহায়া লোক' বলে অভিহিত করেন। "ছেলেটি এক্কেবারে অন্যদের থেকে আলাদা। এত্ত নির্লজ্জ, উলঙ্গ মানুষ জীবনে আজ পর্যন্ত দেখিনি আমি। ক্যামেরা চললে যেমন পুরোপুরি চরিত্রের মধ্যে ঢুকে যায়। শট দেওয়ার সময়ে যতটা সংযত থাকে, ক্যামেরা বন্ধ হলেই রণবীর একেবারে অন্য মানুষ হয়ে যায়। তখন আর কাপুর বংশের লিগ্যাসি ওর মধ্যে কাজ করে না।"
তিনি আরও বলেন, "ওর বাবা, ঠাকুরদা, এমনকী প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের কথাই যদি বলি, পারিবারিক লিগ্যাসির ছিটেফোঁটা দায়ভারও বহন করে না রণবীর। শট দেওয়ার বাইরে ও একেবারে মুক্ত বিহঙ্গ। ঠিক যতটা দায়িত্ব নিয়ে শুটিং করে, শট দেয়, কাজের বাইরে ততটাই বেপরোয়া রণবীর। কাপুর বংশের উত্তরাধিকার হিসেবে বাড়তি কোনও চাপই নেয় না।" যদিও কটাক্ষের সুরে নয়, রণবীরকে নিয়ে কথাগুলো রসিকতাচ্ছলেই বলেন পীযূষ।
তাঁর এই মন্তব্যের ফলে বলিউডে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই পীযূষ মিশ্রের স্পষ্টভাষী মন্তব্যকে বাহবা জানিয়েছেন, আবার অনেকে মনে করছেন এটি এক প্রকার ব্যক্তিগত আক্রমণ। রণবীর কাপুরের অনুরাগীদের অনেকেই না বুঝে এই মন্তব্যের বিরোধিতাও করেছেন।
পীযূষ মিশ্রের এই বিতর্কিত মন্তব্য ভারতীয় সিনেমা এবং পারিবারিক ঐতিহ্যের ভূমিকা নিয়ে একটি বৃহত্তর আলোচনার জন্ম দিয়েছে। রণবীরের পাশাপাশি এই সাক্ষাৎকারে ইরফান খানের প্রশংসাও করেন পীয়ূষ। তিনি বলেন, "তিনি খুব তাড়াতাড়ি চলে গিয়েছেন। খুব কষ্ট হয়। তিনি খুব ভাল একজন অভিনেতা ছিলেন।"
তিনি আরও বলেন, "সত্যি কথা বলতে, তিনি আমার ততটা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না, তিগমাংশু ধুলিয়া বা বিশাল ভরদ্বাজের মতো নয়। আমরা একে অপরের কাজের প্রশংসা করতাম। যদিও আমরা কাছাকাছি যেতে পারিনি, আমি শুনেছি যে তিনি একজন দুর্দান্ত মানুষ ছিলেন।"
