মনোমালিন্য এত দূর গড়িয়েছিল যে তৈরি হয়েছিল আইনি জট। কিম্তু এখন সে সব অতীত। জুনে পরেশ রাওয়াল নিশ্চিত করেন যে, সহকর্মীদের সঙ্গে তাঁর সব মতবিরোধ মিটে গিয়েছে। এবং তিনি ‘হেরা ফেরি ৩’তে ফিরছেন। অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির সঙ্গে আবার তাঁকে দেখা যাবে। অর্থাৎ শ্যাম, রাজু আর বাবুরাওয়ের রিইউনিয়ন হবে। যা শুনে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। চলতি বছরের শুরুতে বর্ষীয়াণ অভিনেতা প্রিয়দর্শন পরিচালিত ছবিটি আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছিলেন, যা হতবাক করে অক্ষয়কেও। কারণ তিনি নিজে এই প্রিয় ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনেছিলেন।
একান্ত সাক্ষাৎকারে পরেশ বলেন, “বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। আমরা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে শুটিং শুরু করব।”
তবে পরেশের ছবি থেকে বেরিয়ে যাওয়ার কারণে প্রোডাকশনের জন্য আর্থিক ঝুঁকি তৈরি করেছিল বলে অভিযোগ উঠেছিল, যা নিয়ে অক্ষয় তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথাও চিন্তা করেছিলেন। পরে জানা যায়, পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠানো হয়। শুরু হয় দুই পক্ষের আইনি লড়াই। এর প্রতিক্রিয়ায় পরেশ জানিয়েছেন, তাঁর কাছে বেশ কিছু কারণ ছিল ছবিটি থেকে সরে যাওয়ার, এবং তিনি স্বাক্ষরের অর্থ সুদ-সহ ফেরত দিয়েছেন।কিন্তু প্রশ্ন থাকে, এই বিতর্ক কি প্রিয়দর্শনের সঙ্গে তার ব্যক্তিগত ও পেশাদার সম্পর্ককে প্রভাবিত করেছে?
পরেশ বলেছেন, “অনেক কিছু ঘটেছে, কিন্তু তাতেও প্রিয়দর্শনের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়নি। এমন সম্পর্ক কখনও খারাপ হয় না। আসলে, যা কিছু ঘটেছে তা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এই সব ঘটনায় আমরা একে অপরকে আরও স্পষ্টভাবে এবং ভালভাবে বুঝতে পেরেছি। ক্ষত শুকিয়ে গিয়েছে। আমাদের সম্পর্ক অত্যন্ত স্বচ্ছ।”
সম্প্রতি তিনি প্রিয়দর্শনের বলিউডে ফেরার ছবি ‘ভূত বাংলা’র শুটিং শেষ করেছেন। উল্লেখ্য, এই জুটির একসঙ্গে দশটির বেশি ছবি হয়েছে। এবং হেরা ফেরি ৩ তাঁদের একসঙ্গে করা পনেরো নম্বর ছবি হবে।
অতীতে পরেশ যদিও বলেছিলেন যে, তিনি ‘হেরা ফেরি’ সিরিজে বাবুরাও গণপতরাও আপ্তের চরিত্রে অভিনয় করে ‘ক্লান্ত’, তবুও তিনি বাবুরাও চরিত্রটি নিয়ে তৈরি স্পিন-অফে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু এখন সেই ধরনের ছবির সম্ভাবনা কম মনে হচ্ছে।
তিনি বলেন, “আমরা বাবুরাও স্পিন-অফ নিয়ে আলোচনা করিনি। একটি ছবি হল যৌথ প্রচেষ্টা। একটি ছবি একটি কারণে তৈরি হয়। আমি মনে করি না বাবুরাও একা থাকতে পারবে। শ্যাম এবং রাজুরও প্রয়োজন।”
২০০০ এবং ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’-তে পরেশ রাওয়ালের বাবুরাও গনপত্রাও আপ্টে চরিত্রটি হয়ে উঠেছিল আইকনিক। তার অভিব্যক্তি, সংলাপ, হাস্যরস—সবকিছু মিলিয়ে এই চরিত্র রাজু এবং শ্যামের সঙ্গে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছিল দর্শক-মনে। ফের তাদের একসঙ্গে দেখার অপেক্ষায় অনুরাগীরা।
