সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল এবং নানার পাটেকরের অভিনয় জগতের বন্ধুত্ব বেশ পুরনো। ‘ওয়েলকাম’, ‘ক্রান্তিবীর’, ‘কামাল ধামাল মালামাল’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল শেয়ার করেছেন, নানার এক অজানা ঘটনা ।
পরেশ রাওয়াল জানিয়েছেন, নানাকে যদি সঠিক সম্মান দেওয়া হয়, তাহলে তারা ১ টাকাতেও কাজ করবেন। তবে, একবার যদি তিনি কোনও কাজ না করার সিদ্ধান্ত নেন, তবুও ১০ কোটি টাকা দিয়েও তাঁর মন পরিবর্তন করা সম্ভব নয়। এই প্রসঙ্গে পরেশ আরও জানান, নানার ক্ষেত্রে কিন্তু গল্প একটু আলাদা।
পরেশ রাওয়াল বললেন, “একবার নানা এক প্রযোজকের কাছে পারিশ্রমিক হিসেবে ১ কোটি টাকা চেয়েছিলেন। তখনকার সময়ে বড় নায়কেরাও এত বড় অঙ্কের টাকা বাবলতে সাহস পেতেন না। কিন্তু নানার কাছে সেটা কোনও ব্যাপারই ছিল না। তিনি সেই এক কোটি টাকা চেয়েছিলেন এবং পেয়েও গিয়েছিলেন।”
এরপর পরেশ শেয়ার করেন আরও এক মজাদার ঘটনা। তিনি জানান, "একবার নানা তাঁর বাড়িতে এক নামকরা প্রযোজককে আমন্ত্রণ জানিয়েছিল। সেই প্রযোজকের নামটা আর বলছি না। তা, যাই হোক, নানা তাঁকে জিজ্ঞেস করল, ‘তুমি মাটন খাও?’ প্রযোজক জানিয়েছিলেন, তিনি খান। এবং তারপর তাঁকে নানা তাঁকে তা খাওয়ায়। পেট পুড়ে মাটন খেল ওই প্রযোজক। এরপর নানা বললেন, ‘তুমি তো পেট ভরে খেয়েছো, এখন যাও, নিজের থালাটা মেজে ফেল!’
নিজের থালা মেজেছিল ওই প্রযোজক। এটাই নানা পাটেকর। একদম আলাদা মানুষ। সেই মাটি থেকে উঠে আসা লোক। এক কোটি টাকা নেওয়ার পরও এভাবেই চলে সে।” পরেশ রাওয়াল আরও বলেন, “নানা যখন ১ কোটি টাকা চেয়েছিলেন, তখন হইচই পড়ে গিয়েছিল। কিন্তু তিনি সেই টাকা পেয়েছিলেন, কারণ তিনি চরিত্র অভিনেতা হলেও তার কাজের দাম তিনি জানতেন।”
এদিকে, নানার শেষ ছবি ছিল ‘বনবাস’, যা ২০২৪ সালে মুক্তি পেয়েছিল। পরিচালনা করেছিলেন অনিল শর্মা। যদিও ছবিটি দর্শকদের মন জয় করতে পারলেও বক্স অফিসে সেভাবে সফল হতে পারেনি। তবে নানার পরবর্তী প্রকল্প সম্পর্কে এখনও কোনও ঘোষণা আসেনি।
অন্যদিকে, পরেশ রাওয়াল এখন একাধিক ছবিতে কাজ করছেন। তিনি ফের অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলা’ ছবিতে অভিনয় করবেন, যেখানে আছেন তাবু-ও। এছাড়া, তিনি ‘হেরা ফেরি ৩’-তে অভিনয় করবেন, এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এও রয়েছেন তিনি, যে ছবিতে সঞ্জয় দত্ত, দিশা পটানি, রাভীনা তনদন, আরশদ ওয়ারসি, সুনীল শেট্টি সহ আরও অনেকেই অভিনয় করছেন।
