চলন্ত শহরের ভিড় পেরিয়ে, রাতের নিস্তব্ধতায় ছুটে চলা শেষ ট্রাম, আর সেই ট্রামেই চড়ে এক অসমাপ্ত প্রেমের যাত্রা। চিত্রনাট্যকার পারমিতা মুন্সীর পরিচালক হিসেবে প্রথম কাজ ‘দ্য লাস্ট ট্রাম’ আগামী ৩১ জানুয়ারি হিপিক্স ওটিটি অরিজিন্যাল (HIPPIIX OTT ORIGINAL) হিসেবে মুক্তি পাচ্ছে নতুন রূপে।

১৯ মিনিটের এই শর্ট ফিল্মটির গল্প , চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে একা হাতে সামলেছেন পারমিতা মুন্সী। অভিনয়ে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী ও কাঞ্চনা মৈত্র। তবে এই ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র-রাতের শেষ ট্রাম। হ্যাঁ, এখানে ট্রাম শুধু একটি যান নয়, যেন জীবন্ত এক চরিত্র।

 

ছবির কেন্দ্রে রয়েছেন এক পুরুষ, যিনি প্রতিদিন শেষ ট্রামে বাড়ি ফেরেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিনি আদৌ কোথাও পৌঁছতে পারেন কি? না কি শেষ ট্রামই তাঁর একমাত্র ঠিকানা? আমরা কি জীবনে সত্যিই সঠিক গন্তব্যে পৌঁছই না কি মাঝপথে পথ ভুলে পৌঁছে যাই ভুল ঠিকানায়? হীরে ফেলে কাঁচের মায়ায় জড়িয়ে পড়ি না কি আমরা? হীরে আর কাঁচের ফারাক বুঝতে বুঝতেই কি ফুরিয়ে যায় গোটা জীবন?

‘দ্য লাস্ট ট্রাম’ আসলে এক অধরা প্রেমের গল্প। যে প্রেম অপ্রাপ্ত জেনেও যাকে চাওয়া যায়। অপ্রাপ্তির বেদনাতেই যে প্রেমের রোমান্টিসিজম, সেই অনুভূতিকেই ছুঁয়ে যায় এই ছবি। এই ছোটছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন কবীর সুমন। তাঁর লেখা, সুর ও কণ্ঠে কালজয়ী গান, “এই প্রেমহীন সময়ে বলছি তোমায় ভালবাসি” ছবির আবহে যোগ করেছে আরও গভীরতা।

দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে ‘দ্য লাস্ট ট্রাম’। বর্তমানে ছবিটির প্রযোজক হিপিক্স মাল্টিলিঙ্গুয়াল ওটিটি-র কর্ণধার, আমেরিকা প্রবাসী বাঙালি রূপক চ্যাটার্জি। তাঁর মতে,“এই ছবিতে ট্রাম একটি কাল্পনিক চরিত্র, আবার বাংলার ট্রাম আমাদের হেরিটেজ নস্টালজিয়া। নগরায়নের চাপে ট্রাম যদি উঠে যায়, সেটা বাঙালি হিসেবে বড় মনখারাপের। সিনেমায় আমরা ট্রামকে ধরে রাখলাম, যেমন আমি বহু বছর আমেরিকায় থেকেও মনে কলকাতাকে ধরে রেখেছি।”

পরিচালক পারমিতা মুন্সীও নতুনভাবে ছবির মুক্তি নিয়ে আপ্লুত। সবকিছু ঠিক থাকলে হিপিক্স ওটিটি-তে আনুষ্ঠানিক মুক্তির পর বিশ্ববিখ্যাত এক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও পৌঁছতে পারে ‘দ্য লাস্ট ট্রাম’। লন্ডনের ট্রাম নয়, এ গল্প একান্তই কলকাতার ট্রামের।শেষ ট্রাম থামে কি থামে না, সে প্রশ্নের উত্তর খুঁজতেই ৩১ জানুয়ারি দর্শককে আমন্ত্রণ জানাচ্ছে ‘দ্য লাস্ট ট্রাম’।

">

জানিয়ে রাখা ভাল, এই শর্ট ফিল্মে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাণী ঘোষ।
রইল, বাকি কলাকুশলীদের তালিকা -

ডিরেক্টর অফ ফটোগ্রাফি: জয়দীপ বোস
সাউন্ড ডিজাইনার:অনিন্দিত রায় ও আদীপ সিং মানকি
সম্পাদনা: দীপক মণ্ডল
শিল্প নির্দেশক: সুদীপ ভট্টাচার্য
সহযোগী পরিচালক: সৌভিক পণ্ডিত
ক্রিয়েটিভ কো-অর্ডিনেটর: অঙ্কিত বাগচী।