সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

 

 

পালককে নিয়ে কোথায় পাড়ি দিলেন ইব্রাহিম? 

 

 

বহুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন সইফপুত্র ইব্রাহিম ও শ্বেতা তিওয়ারি কন্যা পালকের দিকে। যদিও নিজেদের সম্পর্ককে নিছক বন্ধুত্বের তকমাই দিয়েছেন দু'জন। তবে প্রেমকে বেশিদিন লুকিয়ে রাখতে পারলেন না। একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে, প্রকাশ্যে এল দু'জনের সম্পর্ক। ইব্রাহিম ও পালকের সোশ্যাল মিডিয়া দেখলেই মালদ্বীপে বেড়ানোর ছবি স্পষ্ট। কিন্তু একসঙ্গে ছবি না দিলেও একই জায়গা থেকে ছবি পোস্ট করায় নেটিজেনদের বুঝতে বাকি থাকেনি যে তাঁরা একসঙ্গেই সময় কাটাচ্ছেন। 

 

 

সারাকে কটাক্ষ উরফির! 

 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে উরফি জাভেদ বলিউডের অভিনেত্রীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, "যখন সোশ্যাল মিডিয়ায় আলাপচারিতা হয়, তখন তাঁরা নমস্কার জানান, অনেক সুন্দর কথোপকথন হয়। কিন্তু সামনে আসতেই ভোল বদলে ফেলেন তাঁরা। তখন যেন চিনতেই পারেন না।" উরফির এই ইঙ্গিত অভিনেত্রী সারা আলি খানের দিকেই কিনা তা নিয়ে চর্চা শুরু নেট পাড়ায়। নেটিজেনদের মতে, যেহেতু সারা সবার সঙ্গে সাক্ষাতে 'নমস্কার' জানান, আর উরফির কথা অনুযায়ী এই বিষয়টি মিলে যায়। তাই হয়তো সারার দিকেই কটাক্ষের আঙ্গুল তুলেছেন উরফি।

 

 

 

মাধুরীর 'সজন' চ্যালেঞ্জ 

 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত জানান, 'সজন' ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করতে অনেকেই বারণ করেছিলেন মাধুরীকে। অভিনেত্রীর কথায়, "এই ছবির প্রস্তাব যখন আসে তখন সঞ্জয় অ্যাকশন ঘরানার ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। তাই অনেকেই আমায় বলেছিলেন সঞ্জয়কে এই ছবিতে একদম অন্যরকম একটি চরিত্রে দেখে দর্শক মেনে‌ নাও নিতে পারেন। তখন ছবিটি সফল হবে না। তাই যেন এই ছবিটি আমি না করি। কিন্তু জেদের বশে ছবিটি করেছিলাম। আর তার ফলাফল সবাই দেখতে পেয়েছিলেন।"