সংবাদসংস্থা মুম্বই: পাকিস্তানের থিয়েটার জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল করাচির থিয়েটার গ্রুপ ‘মউজ’। হিন্দু ধর্মীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর মঞ্চনাটক উপস্থাপন করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এই দল। এই সাহসী এবং সৃজনশীল প্রয়াস দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
 
 পাকিস্তানের মতো একটি দেশে ধর্মীয় সংবেদনশীলতা থাকা সত্ত্বেও, ‘মউজ’ থিয়েটার গ্রুপের তরফে এই ধরনের একটি ভারতীয় ধর্মীয় গল্প মঞ্চে উপস্থাপন করাটা যথেষ্ট সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নাটকে রাম, সীতা, লক্ষ্মণ, রাবণসহ অন্যান্য চরিত্রগুলিকে অত্যন্ত যত্ন সহকারে ও গভীর অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই নাটকের ছবি, ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিমেষে ভাইরাল। 
এই অভিনব প্রয়াসের ফলে করাচির থিয়েটারপ্রেমীরা রামায়ণের গল্পের নৈতিকতা, ত্যাগ ও ধর্মীয় মূল্যবোধকে নতুন করে উপলব্ধি করতে পেরেছেন বলে মত অনেকের। শুধু পাকিস্তানের থিয়েটার মহলই নয়, ভারত সহ আন্তর্জাতিক মহলেও এই উদ্যোগের প্রশংসা শোনা যাচ্ছে।
‘মউজ’ থিয়েটার দলের এই নাটক প্রমাণ করেছে, সংস্কৃতি ও শিল্প সীমান্তের গণ্ডি মানে না। দুই দেশের মাঝে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও, থিয়েটার ও শিল্পের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া সম্ভব—এই বিশ্বাসকে আরও জোরদার করল এই অভিনয়।
থিয়েটার দলের সদস্য ও পরিচালকরা জানিয়েছেন, তাঁরা মূলত মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সংবেদনশীলতাকে উৎসাহিত করতেই এই প্রযোজনাটি মঞ্চস্থ করেছেন। তাঁদের আশা, এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বিনিময়ে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রসঙ্গত, এক 'মহাযুদ্ধের' ঘোষণা হয়েছে বলিউডে। রণবীর কাপুরের রাম বনাম যশের রাবণ—নিতেশ তিওয়ারির পরিচালনায় 'রামায়ণ' হতে চলেছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা! বিশ্বব্যাপী এ ছবি মুক্তির লক্ষ্যে তৈরি এই মেগা-প্রজেক্টের বাজেট দাঁড়িয়েছে ১৬০০ কোটি টাকা!

সূত্রের খবর, ‘রামায়ণ ১’ তৈরি হচ্ছে প্রায় ৯০০ কোটি টাকায়, যেখানে এই মহাকাব্যের গোটা পৃথিবী তৈরি, সেখানকার অন্তর্গত সব চরিত্র নির্মাণ, চোখ ধাঁধানো ভিএফএক্স, বিশালাকার সব সেট ডিজাইন ইত্যাদি থাকবে। এরপর দ্বিতীয় পর্ব — অর্থাৎ ‘রামায়ণ ২’-এর জন্য ধার্য করা হয়েছে ৭০০ কোটি টাকা, যেখানে মূলত থাকবে চমকে দেওয়ার মতো, ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স। তবে প্রযোজক নমিত মালহোত্রা গোটা প্রজেক্টকেই দেখছেন একটিই সামগ্রিক একটি বিনিয়োগ হিসেবে—একগুচ্ছ সৃষ্টির গর্ব হিসেবে।
কেন এত বড় ঝুঁকি নিলেন প্রযোজক? ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ছবি নির্মাতা নমিত মালহোত্রার কাছে রামায়ণ স্রেফ কোনও সিনেমা নয়, ভারতীয় গল্পকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য অর্থাৎ মিশন। আন্তর্জাতিক দর্শকের আকৃষ্ট করতে হলে ছবির মাত্রা হোক কিংবা ভিজ্যুয়াল— কোনও ক্ষেত্রেই আপস করা চলবে না। আর তাই বাজেট নিয়ে কোনও রকম দরাদরি নয়, রফা নয় — কারণ রামায়ণ এটাই মালহোত্রা পরিবারের ‘স্বপ্ন’। এবং প্রযোজকের দৃঢ় বিশ্বাস তিনি এই ছবির থেকে আর্থিক লাভও করবেন। প্রসঙ্গত, রামায়ণ ছবিতে রণবীর কাপুরে রয়েছেন রামের চরিত্রে, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, সানি দেওল হচ্ছেন হনুমান। ‘রামায়ণ’– এর প্রথম ভাগ মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে এবং ‘রামায়ণ দ্বিতীয় ভাগ আসবে দীপাবলি ২০২৭-এ।
