সংবাদ সংস্থা মুম্বই: শুধু সোশ্যাল মিডিয়া নয়—এবার হিন্দি গানের অ্যালবামেও আর জায়গা নেই পাকিস্তানি শিল্পীদের। তা সে যতই পুরনো প্রজেক্ট হয়ে যাক না কেন। ভারত-পাক উত্তেজনার আবহে একের পর এক বলিউড প্রজেক্ট থেকে মুছে ফেলা হচ্ছে ওয়াঘা সীমান্তের ওপার থেকে আসা তারকাদের সব ছবি।

 

 

সাম্প্রতিক উদাহরণ ‘সনম তেরি কসম’। ছবিতে মুখ্যভূমিকায় ছিলেন হর্ষবর্ধন রানে এবং পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন। কিন্তু সোমবার দেখা গেল, স্পটিফাই ও ইউটিউব-এর অ্যালবাম কভার থেকে মাওরাকে পুরোপুরি মুছে দেওয়া হয়েছে—বাকি আছেন শুধু হর্ষবর্ধন। এই বিষয়ে যখন ছবির প্রযোজক দীপক মুখুটের সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি বলেন, “আমাকে কিছু জানানো হয়নি। এটা ওদের সিদ্ধান্ত। সরকার যা বলে, সবাইকে মানতে হয়।” অন্যদিকে, হর্ষবর্ধন রানে এই বিষয়ে একটু মজার ছলেই বলেন, “এখন তো সবাই বলবে এটা আমার প্রচার, জনসংযোগকারী টিম করিয়েছে! না, আমি বলব এটা কমন সেন্সের ব্যাপার—এক ধরনের আগাছা পরিষ্কার করা চলছে।”

 

 

 

ঠিক একই দৃশ্য দেখা গেছে শাহরুখ খান ও মাহিরা খানের রোম্যান্টিক গান ‘জালিমা’-এর ক্ষেত্রেও। রইস ছবির এই জনপ্রিয় গানের কভার আর কোথাও নেই মাহিরার চিহ্ন—সে স্পটিফাই হোক অথবা ইউটিউব কিংবা ইউটিউব মিউজিক—সব জায়গাতেই শুধু একা শাহরুখ!

 

 

এই নীরব পরিবর্তনগুলোকে অনেকেই দেখছেন পাকিস্তানি শিল্পীদের বলিউড থেকে আরও এক ধাপ সরিয়ে দেওয়ার প্রক্রিয়া হিসেবে। বিশেষ করে পহেলগাওঁয়ের সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত সরকারের কড়া প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে। এমনকী, ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি কনটেন্ট।