সংবাদসংস্থা মুম্বই: বলি তারকাদের উপর লাগাতার আসছে প্রাণনাশের হুমকি। সইফ আলি খানকে প্রাণে মারার চেষ্টার পর থেকে আতঙ্কে রয়েছে টিনসেল টাউন। এর মাঝেই খুনের হুমকি দেওয়া হল কমেডিয়ান কপিল শর্মাকে। অজ্ঞাত হুমকি পাওয়ার এই তালিকায় রয়েছেন রাজপাল যাদব, রেমো ডি'সুজা, গায়ক সুগন্ধা মিশ্রও।

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান থেকে এই খুনের হুমকির ইমেল পাঠানো হয়েছে কপিল শর্মা সহ রাজপাল, রেমো সবাইকে। খুনের হুমকি পাওয়ার ঘটনায় অম্বালি থানায় অভিযোগ দায়ের করেন কপিল শর্মা। এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্তও ইতিমধ্যে শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ।

 

বিষ্ণু নামে এক ব্যক্তির কাছ থেকে ইমেল পেয়েছেন এই তারকারা। অভিযোগ,শুধু হুমকিই নয়, এর পাশাপাশি সে এও জানিয়েছে যে, তারকাদের কার্যকলাপের উপরেও নজরদারি চালাচ্ছে সে। ওই ইমেলে লেখা হয়েছে, 'আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় আপনাদের নজরে আনি। এটা কোনও প্রচার বা আপনাকে হয়রানি জন্য পাঠানো হচ্ছে না। আমরা আপনাকে এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।'

 

এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা বেড়েছে মায়ানগরীতে। ইমেল পাঠানো ব্যক্তির সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর কোনও যোগ আছে কিনা তা এখনও জানা যায়নি।