সারা আলি খান ও তাঁর পরিবারের সঙ্গে চলা লাগাতার ঝামেলায় একচুলও পিছু হটছেন না বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াত্রামানি ওরফে অরি। বরং এই ঝামেলায় নতুন করে আগুনে ঘি ঢাললেন তিনি। এবার সরাসরি নিশানা করলেন সারার ভাই ইব্রাহিম আলি খানকে। তাঁকে বললেন, “ইন্ডাস্ট্রির সবচেয়ে নির্লজ্জ মানুষ”।

সম্প্রতি ইউটিউবার এলভিশ যাদবের পডকাস্টে হাজির হয়ে ফের বিতর্ক উসকে দেন অরি। ওই পডকাস্টের একটি প্রোমো ক্লিপ ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল, আর তা ঘিরেই শুরু হয়েছে নতুন করে চর্চা। পডকাস্টে অরি নিজের বলিউড-বন্ধুত্ব নিয়েও খোলামেলা কথা বলেন। অনেক তারকার সঙ্গে তাঁর বন্ধুত্ব কীভাবে তৈরি হয়েছে, সেই প্রশ্নে তিনি স্পষ্ট করেন বলিউড তারকাদের কোনও গোপন গ্রুপ চ্যাটে হঠাৎ করেই একদিন তাঁকে কিন্তু যোগ করে নেওয়া হল -ব্যাপারটা মোটেও এমনটা ছিল না। অরির কথায়,“এমনটা নয় যে বলিউড তারকাদের একটা গ্রুপ চ্যাট ছিল, একদিন হঠাৎ ওরা আমাকে অ্যাড করে দিল, আর আজ আমি সবার বন্ধু।” 

সারা আলি খানের সঙ্গে বন্ধুত্বের শুরু কীভাবে, সেই গল্পও শোনান অরি। তাঁর দাবি,এক সময় আস্ক এফএম (AskFM) নামে একটি অ্যাপে সারাকে নিয়ে তাঁকে অসংখ্য প্রশ্ন করা হতো। সেগুলোর উত্তরও দিতেন তিনি। সেই সূত্রেই একদিন ফেসবুকে সারাকে মেসেজ করেন অরি। তখনও নাকি দু’জনের সামনাসামনি দেখা হয়নি। পরবর্তীতে নিউ ইয়র্কে প্রথম দেখা হয় তাঁদের। এক বন্ধুর আয়োজন করা ডিনারের কথা উল্লেখ করে অরি জানান, সেই বন্ধু ঘুমিয়ে পড়লেও সারা ঠিকই ডিনারে এসেছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয়।

তবে এই পডকাস্টের আসল বিস্ফোরক অংশ আসছে শুক্রবার। প্রোমোতেই দেখা যায়, এলভিশ যাদব অরিকে প্রশ্ন করছেন, “ইন্ডাস্ট্রিতে সবচেয়ে নির্লজ্জ কে?” এক মুহূর্ত না ভেবে অরির জবাব, “ইব্রাহিম আলি খান।” কেন এমন বলছেন, জানতে চাইলে অরি হেসে বলেন,“ওকে তোমার পডকাস্টে ডাকো।”

">

গত কয়েক দিন ধরেই একসময় ঘনিষ্ঠ বন্ধু সারা ও অরির সম্পর্কের ভাঙন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। অরি একের পর এক পোস্টে সারাকে খোঁচা দিয়েছেন। কখনও তাঁর কেরিয়ার নিয়ে কটাক্ষ, কখনও সারা, তাঁর মা অমৃতা সিং ও পালক তিওয়ারির নাম নিয়ে ব্যঙ্গ -সব মিলিয়ে বিতর্ক ক্রমেই বেড়েছে।সম্প্রতি নেটিজেনরা খেয়াল করেন, ইনস্টাগ্রামে সারা ও ইব্রাহিম দু’জনেই অরিকে আনফলো করেছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে অরির সাফ জবাব,“অনেক আগেই করেছি, ভাই। ওরা এখন টের পেয়েছে।”

 

এই দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়, যখন অরি ‘তিনটি সবচেয়ে খারাপ নাম’ শিরোনামে একটি রিল পোস্ট করেন। অনেকেই মনে করেন, সেটি সারা, অমৃতা সিং ও পালক তিওয়ারিকে উদ্দেশ্য করেই। তীব্র সমালোচনার মুখে ভিডিওটি পরে মুছে ফেলা হয়। প্রসঙ্গত, ২৬ জানুয়ারি অরির একটি রিল এই  বিতর্কের জন্ম দেয়। ভিডিওটি সাধারণ মনে হলেও এক অনুরাগীর প্রশ্নের জবাবে তাঁর কটাক্ষ নজর কাড়ে। পোশাকে ছাপা ব্রা-র নকশা কী ধরে রেখেছে -এই প্রশ্নের উত্তরে অরির মন্তব্য ছিল, “সারা আলি খানের হিট ছবি।”

এরপর দেওয়া সাক্ষাৎকারে অরি সম্পর্কের ভাঙন নিয়ে মুখ খোলেন। তিনি বলেন,“আমি অনেক আগেই সারাকে আনফলো করেছি। ইব্রাহিমকে তো বছরের পর বছর ফলোই করি না। সারার সঙ্গে বন্ধুত্বের ভান করা মানে তাঁর মায়ের দেওয়া ট্রমাকে মেনে নেওয়া। সেটা আমি আর পারছি না। অমৃতা সিং যদি কোনওদিন ক্ষমা চান, ভবিষ্যতে হয়তো বিষয়টা ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারি।”

এই পুরো বিতর্কে এখনও পর্যন্ত সারা আলি খান বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।