বলিউডের 'ড্রামা কুইন' রাখি সাওয়ান্ত এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরির যুগলবন্দি মানেই অনুরাগীদের জন্য এক দারুণ বিনোদনের খোরাক। সম্প্রতি 'জরুরত' গান লঞ্চের এক অনুষ্ঠানে তাঁদের এমনই মজার পারফরম্যান্স ইন্টারনেটে ঝড় তুলেছে। রাখি, দর্শককে বিনোদন জোগাতে কখনওই পিছপা হন না। ওই অনুষ্ঠানে তিনি ওরির সঙ্গে মঞ্চে উঠে তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে নেচেছেন।

 

 

 

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাখি এবং অরি 'স্ত্রী ২' ছবির 'আজ কি রাত' গানের তালে কোমর দোলাচ্ছেন। রাখি তাঁর পরিচিত মজাদার ভঙ্গিতে নাচছিলেন, আর অরিকে তাঁর সাথে তাল মেলাতে দেখা যায়, যদিও নেটিজেনদের একাংশের মতে অরিকে কিছুটা অস্বস্তিতেও লাগছিল। তাঁদের এই ভিন্নধর্মী জুটি এবং নাচের ভঙ্গি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই নানা ধরনের মজাদার মন্তব্য আসতে শুরু করে। কেউ কেউ তাঁদের পারফরম্যান্সে বেশ আনন্দ পেয়েছেন, আবার কেউ কেউ ওরির অভিব্যক্তি নিয়ে কৌতুক করেছেন।

 

 

 

ওই অনুষ্ঠানে ছবি তোলার জন্য রাখি ও ওরিকে পাপারাজ্জিরা পাশাপাশি দাঁড়াতে বলেন। সেই সঙ্গে তাঁরা ওরিকে বলেন যে তাঁর বিখ্যাত ভঙ্গিতে রাখির সঙ্গে ছবি তুলতে। বেশিরভাগ তারকার বুকের বাঁদিকে হাত রেখে ছবি তুলতে দেখা যায় ওরিকে। তবে রাখির সঙ্গে ওই ভঙ্গিতে ছবি তোলার কথা উঠতেই ওরি বলেন, "কোথায় হাত দেব!" ওরির এই কথা শুনে রাখি মজার ছলে তাঁর মাথা বুকে চেপে ধরেন। ওরি অস্বস্তিতে পড়লে তাঁকে চুমুও খান রাখি। এই ঘটনা মুহূর্তে ক্যামেরাবন্দি হয়। আর এখন এই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। 

 

 

আরও পড়ুন: নীরবে অসহায়দের ত্রাতা! আরও একবার মানবিকতার নজির গড়লেন সলমন, তবু শেষ রক্ষা হল না

 

 

এর আগেও রাখি এবং ওরিকে মুম্বই বিমানবন্দরে একসঙ্গে মজা করতে দেখা গিয়েছিল। সেই ভিডিওতে রাখি যখন এয়ারপোর্ট স্যালনে ফুট স্পা নিচ্ছিলেন, ওরি তাঁকে সঙ্গ দিচ্ছিলেন। তাঁদের মধ্যে মজার আলাপচারিতাও হয়, যেখানে রাখি জানান যে তিনি দুবাইয়ে চলে গিয়েছেন এবং ওরিকেও সেখানে চলে আসার আমন্ত্রণ জানান। অরিও মজা করে বলেন যে তিনি রাখির জন্য দুবাইয়ে যেতে প্রস্তুত।

 

 

 

 

 

অন্যদিকে, রাখি সাওয়ান্তের ব্যক্তিগত জীবনেও সম্প্রতি একটি বড় স্বস্তি এসেছে। তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুররানির সঙ্গে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান হয়েছে। বম্বে হাইকোর্ট উভয়ের দায়ের করা এফআইআর বাতিল করে দিয়েছে, কারণ দু'জনের মধ্যে বিষয়টি ‘বন্ধুত্বপূর্ণভাবে মীমাংসা’ হয়েছে। আদালত পর্যবেক্ষণ করে জানায়, এটি একটি বৈবাহিক সম্পর্কের সমস্যা ছিল এবং মামলা চালিয়ে যাওয়ার কোনও উদ্দেশ্য নেই। রাখি ও আদিল দু'জনেই আদালতে উপস্থিত ছিলেন এবং এফআইআর বাতিলের বিষয়ে তাঁদের কোনও আপত্তি নেই বলে জানান।