৪৭-এ পা রাখলেন প্রাক্তন অভিনেত্রী ও সফল উদ্যোক্তা মান্যতা দত্ত। জন্মদিনের সকাল থেকেই সামাজিক মাধ্যম জুড়ে শুভেচ্ছার বন্যা। তবে সবচেয়ে বেশি আলো কেড়েছে তাঁর স্বামী তথা জনপ্রিয় বলি তারকা সঞ্জয় দত্তের লেখা এক আবেগঘন বার্তা। পাশে থেকেছেন দুই যমজ সন্তান শাহরান ও ইকরা, আর সঞ্জয়ের প্রথম পক্ষের মেয়ে  ত্রিশলা দত্ত-ও জানিয়েছেন শুভেচ্ছা ও ভালবাসা।

“তুমি আমার শক্তি, আমার পরামর্শদাত্রী”— মান্যতার জন্মদিনে সঞ্জয়ের খোলা চিঠি। সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে মান্যতা দত্তের সঙ্গে একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে সঞ্জয় দত্ত লিখেছেন—

 

“শুভ জন্মদিন মা। আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ। তুমি আমার শক্তি, আমার ভরসা, আমার পরামর্শদাত্রী, আমার স্তম্ভ। ঈশ্বর তোমাকে শান্তি ও আনন্দে রাখুন। সবসময় তোমাকে ভালবাসি।” ছবিগুলিতে ধরা পড়েছে তাঁদের হাত ধরে হাঁটার মুহূর্ত, পরিবারের সঙ্গে হাসিমুখে তোলা ফ্রেম, ছুটি কাটানোর সময়ের অদেখা স্মৃতি।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sanjay Dutt (@duttsanjay)